গোপাল দেবনাথ : কলকাতা, ১৫ সেপ্টেম্বর, ২০২৪। বিধান নগরের ডি ডি ব্লকে এই উপনগনীর জন্মলগ্নে স্থাপিত হয়েছিল বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। ১৯৭৪ সালে স্থাপিত হয়েছিল এই রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদা মাতা এবং এই রাজ্য সহ কলকাতার স্বামী বিবেকানন্দের শিষ্য ও ভক্তদের অন্যতম আকর্ষণ কেন্দ্র হলো বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। কলকাতা সহ রাজ্যের ভক্তগণ আসেন এই সুন্দর মন্দির দর্শনে। অসাধারণ পরিবেশ এই মন্দিরের একবার না দেখলে বিশ্বাস করা কঠিন। গত ১৪ সেপ্টেম্বর শনিবার সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হলো। ২০২৪ এবং ২০২৫ সাল জুড়ে চলবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। এর পরবর্তী পর্যায়ে অতিথিদের সংস্থার পক্ষ থেকে ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রথমে বক্তব্য রাখেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুপর্ণনন্দ মহারাজ। স্বামীজীর অসাধারণ মর্মস্পর্শী বক্তব্য উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এদিনই বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের ওয়েবসাইটটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন স্বামী সুপর্ননন্দ মহারাজ। এরপর বক্তব্য রাখেন উত্তর কলকাতায় অবস্থিত বিবেকানন্দ বাড়ির সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। তিনি বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলের উপস্থিত ছোট ছোট ছাত্র ছাত্রীদের সাথে একাত্ম হয়ে এমন ভাবে জীবনের শিক্ষা দান করছিলেন যা এক কথায় বলা যেতে পারে অনবদ্য এবং অসাধারণ। কেবল ছোটরাই নয় বড়দের ও বহু কিছু শিক্ষনীয় ছিল এদিনের অনুষ্ঠানে। উপস্থিত দর্শকগণ স্বামীজীর বক্তব্য উপভোগ করছিলেন। উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্য থেকে দুজন সঠিক উত্তর দাতাদের স্বামীজী নিজের হাতে শাল পরিয়ে দিয়ে উৎসাহিত করেন। এই দিনের অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক তরুণ গোস্বামী। স্বামী স্তুতানন্দ মহারাজ উপস্থিত দর্শক শ্রোতাদের সামনে বেশ কয়েকটি সংগীত পরিবেশন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউটাউনের রূপকার শ্রী দেবাশীষ সেন, বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুলের প্রিন্সিপাল শ্রীমতি সুস্মিতা মুখার্জী সহ বিশিষ্টজন।এদিনের অনুষ্ঠানে ৫০ জন ছাত্র ছাত্রী সহ প্রায় ২৫০ জন উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠান কক্ষে।অনুষ্ঠান শেষে সকলের জন্য ছিল সুস্বাদু প্রসাদ। সমগ্ৰ অনুষ্ঠানটি অসাধারণ দক্ষতার সাথে সঞ্চালনা করেন শিক্ষাবিদ শ্রীমতি উর্মিলা সেন।
বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের সুবর্ন জয়ন্তী বর্ষের উৎসব শুরু হলো….।
More from CultureMore posts in Culture »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
More from InternationalMore posts in International »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর “শুভ বিবাহ উৎসব”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
More from SocialMore posts in Social »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- সম্প্রীতির বার্তা দিতে মঙ্গলকোটের উরসে বিধায়ক থেকে মন্ত্রীমশাই….।
- অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী…।
- প্রতারণা: সম্পর্কের বিশ্বাসঘাতকতা এবং মানসিক সুস্থতার প্রভাব….।
- বেলেঘাটায় বদ্রীনাথ ধাম….।
- Dalmia Bharat Celebrates 5th Year of ‘Aap Hain Sachche Viswakarma’ initiative across East India….
Be First to Comment