Press "Enter" to skip to content

ঠনঠনে কালী…..।

Spread the love

“ঠনঠনে কালী “!
————
ডাঃ দীপালোক বন্দোপাধ্যায় : কলকাতা, ১০ সেপ্টেম্বর ২০২৪। কলকাতার এই কালীর সঙ্গেই আমার পরিচিতি বেশী ৷
কারন এই এলাকায় যাতায়াত ৷ উদয় নারায়ণ ব্রহ্মচারী নামের এক সাধক এখানে বেদী স্থাপন করে ঘটে কালী পুজো করতেন
৷পরে এখানে হোগলা পাতার মন্দির হয় ৷১১১০ বঙ্গাব্দে মুঘল আমলে মন্দিরটি স্থানীয় ব্যক্তিরা সংস্কার করেন৷ স্বামী সুবোধানন্দের পূর্বপুরুষ রামশঙ্কর ঘোষ বর্তমান রূপ দেন ও প্রতিমা প্রতিষ্ঠা করেন ৷পাশে মায়ের নামে “পুষ্পেশ্বর ” শিব স্থাপন করেন ৷শংকর মঠের ও রামকৃষ্ণ সংঘের আরাধ্যা দেবী ” ষোড়শী ” ৷
ব্রহ্মবিদ্যাস্বরূপিণী দেবী ভুক্তিমুক্তিফলপ্রদা ৷ ঠনঠনে মন্দিরে রামকৃষ্ণ বারবার এসেছেন ৷তাঁর দাদা রামকুমার মাঝে মাঝে পুজোও করতেন ৷রামপ্রসাদ সেন কালী মায়ের কাছে এসে গান গাইতেন ৷ অসুস্থ কেশব চন্দ্র সেন স্বামী ব্রহ্মানন্দের হাত দিয়ে এই মন্দিরে পুজো পাঠিয়েছিলেন ৷ গিরীশ ঘোষ ,দানীবাবু এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে নিয়মিত আসতেন ৷ দীপান্বিতা , ফলহারিনী ও রটন্তির সময় বিশেষ পুজো ছাড়াও প্রত্যহ ভোর দুপুর ও সন্ধ্যায় পূজানুষ্ঠান হয় ৷

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.