Last updated on August 13, 2024
মতিলাল পটুয়া : লেখক ও কবি। কলকাতা।
হে মানুষ হে সমাজ
এখনো চুপ করে আছো!
এত নির্লজ্জ অপরাধের পরও
না না জাগো মানুষ জাগো।
এবার জাগো মানুষ জাগো।।
প্রথমে চিহ্নিত করো অপরাধী
খুঁজে বের করো ইন্ধনকারী
পথে হিঁচড়ে নামিয়ে এনে
শাস্তির জ্বলন্ত মশাল দাগো।
এবার জাগো মানুষ জাগো।
বিচারের আর নেই প্রয়োজন
জ্বলন্ত মশালের শাস্তি পেলেই
সব অপরাধী ইন্ধনকারী বলবে
এমন কাজ করবোনা মাগো
এবার জাগো মানুষ জাগো।।
মানুষের এমন প্রতিবাদী জাগরণ
জাগাতে পারে সমাজের চেতনা
অপরাধী ইন্ধনকারী মুছে দিতে
চরমতম কঠোর শাস্তি দাগো।
এবার জাগো মানুষ জাগো।।
Be First to Comment