সায়ন দেবনাথ : কলকাতা, ১০ আগস্ট, ২০২৪। শনিবার ১০ ই আগস্ট এই শুভদিনে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেলো ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি তে। এদিনের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, কৌশানী মুখার্জী এবং ঋতিকা সেন। এই খুঁটি পুজো উপলক্ষে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ৫টি পুজো কমিটি কে দেওয়া হলো এইবছরের পুজোর জন্য দূর্গা প্রতিমা। যে ক্লাবগুলোকে দেওয়া হলো যথাক্রমে- বিজ্ঞ কানন ডেভলপমেন্ট সোসাইটি (যাদবপুর), ব্রহ্মপুর বটতলা তরুণ সংঘ (যাদবপুর), সরশুনা শিল্পী সংঘ (বেহালা), এবং সুন্দরবন এর একটি ক্লাব। খুটি পুজোর পরে এদিনের অনুষ্ঠানে আনন্দের জন্য ছিল বিভিন্ন শিল্পীর নৃত্যানুষ্ঠান দেখার এবং গান শোনার ব্যবস্থা।আজ ১০ ই আগস্ট ২০২৪। আজকের এই শুভদিনে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেলো ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি তে। খুটু পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী যথাক্রমে পায়েল সরকার, কৌশানি মুখার্জী এবং ঋতিকা সেন। এই অনুষ্ঠান উপলক্ষে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে পশ্চিম বঙ্গের ৫টি অন্য পুজো কমিটি কে দেয়া হলো এবছর পুজোর জন্য দূর্গা প্রতিমা। ক্লাব গুলির নাম যেমন – বিজ্ঞ কানন ডেভলপমেন্ট সোসাইটি (যাদবপুর), ব্রহ্মপুর বটতলা তরুণ সংঘ (যাদবপুর), সরশুনা শিল্পী সংঘ (বেহালা), এবং সুন্দরবন এর একটি ক্লাব।আনন্দের জন্য ছিল বিভিন্ন শিল্পীর নৃত্যানুষ্ঠান ও সংগীতানুষ্ঠানের আয়োজন।
ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির খুঁটি পুজোয় উপস্থিত তিন জনপ্রিয় অভিনেত্রী….।
More from CultureMore posts in Culture »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
More from InternationalMore posts in International »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর “শুভ বিবাহ উৎসব”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
Be First to Comment