ভোটের রঙ্গ ::::—-
———————————-
অশোক ব্যানার্জী : কলকাতা।
———————————-
টান টান উত্তেজনা
কার দখলে দেশটা যাবে !
পাঁচটা বছর ইজারা নিয়ে
কে-ই বা শোষন করতে পারবে ।
প্রতিশ্রুতির বন্যা বইয়ে
দিচ্ছে সবাই যে যার মতো
মারামারি, গুণ্ডা গর্দি
দেখতে পাচ্ছি হচ্ছে কত ।
নানান স্ক্যামের আমদানি
এর নামে আর ওর নামে,
কোনটা সত্যি কোনটা মিথ্যে
ঠিক না বেঠিক কে জানে ।
চোরাগোপ্তা খুনখারাবি
এদিক ওদিক যাচ্ছে দেখা
পুলিশ বসে হাত গুটিয়ে
সেন্ট্রাল ফোর্সের নেই দেখা ।
এ দল বলছে আমরা নই
আমাদের এসব নেই কালচার,
ও দল বলছে, মিথ্যে কথা
নাটক করে পাচ্ছে পার ।
মঠ মন্দির, ধর্মাধর্ম
ব্যস্ত সবাই এসব নিয়েই
দেশের ভাল, কর্ম সংস্থান,
উন্নয়নের কথাই তো নেই ।
আসল কথা যে করে হোক
পাঁচ বছরের ইজারা পেলে,
যারাই পাক, দেশটাকে ফের
ছিবড়ে করে দেবে ফেলে ।
এই আশাতেই ভোটের খেলা,
চটকদার বার্তা দিয়ে
কোমর বেঁধে সব পার্টিরাই
মরিয়া বেশ জিততে গিয়ে ।
মাঝে পড়ে উঠছে দেখি
আমজনতার নাভিশ্বাস
বুঝতে তারা পারছে না তো
কাকেই বা করবে বিশ্বাস।
টান টান উত্তেজনা কার দখলে দেশটা যাবে ! পাঁচটা বছর ইজারা নিয়ে কে-ই বা শোষন করতে পারবে….. ।

More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from PoemMore posts in Poem »











Be First to Comment