নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ মে ২০২৪। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের পরিচালনায় ১৩তম বেনু সেন মেমোরিয়াল লেকচার ও ৪৮ তম ছবির প্রদর্শনীর উদ্বোধন হলো নটী বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারি স্টার থিয়েটারে। উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম সরকার ,ডঃ অভয় নাথ গাঙ্গুলী , আলোকচিত্র শিল্পী শুভময় মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১০৫ জন আলোকচিত্রীর তোলা ছবি এখানে সাদা-কালো , রঙিন ও আধুনিক গ্রাফিক্সের উপর সুন্দর একটি প্রদর্শনী চলবে আগামী ৩১শে মে ২০২৪। এছাড়াও এই প্রদর্শনী চলাকালীন বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করবেন শম্ভু দাস , ডঃ অভয় নাথ গাঙ্গুলী ও অন্যান্য আলোকচিত্র শিল্পী সংস্থার সম্পাদক অধ্যাপক বিশ্বতোষ সেনগুপ্ত জানান এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত আছে। দুপুর তিনটে থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী চলবে। আগামী দিনে ফটোগ্রাফির নানান বিষয়ের উপর আন্তর্জাতিক ভাবে ছাত্রছাত্রীরা কাজ করবে এবং ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ দমদমের ছাত্রছাত্রীরা বেনু সেনের এই কার্যকলাপকে বিশ্বব্যাপী আলোকপাত করবে আগামী দিনে।
তথ্যসহায়তা ও ছবি সুবল সাহা ।
Be First to Comment