বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১৩ মে, ২০২৪। উনবিংশ শতাব্দীর শেষার্ধে নব হিন্দু ধর্মের যে জোয়ার বাংলাদেশের দুই কুল প্লাবিত করেছিল, তার মূলে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। জীবন দর্শন ও ধর্মচিন্তায় দুই প্রান্তে দাঁড়িয়ে দুজনেই হিন্দুত্বের জয় গান গেয়েছিলেন।
জোড়াসাঁকোর বাড়িতে একজন উৎসাহী সঙ্গীতবিদ হিসেবে নরেন্দ্রনাথ রবীন্দ্রনাথের সান্নিধ্যে আসেন।
এত কাছাকাছি থেকেও বিবেকানন্দের জীবদ্দশাকাল পর্যন্ত দুই মহাপুরুষ একে অন্যের সম্পর্কে আশ্চর্যভাবে প্রায় নিরব।
স্বামীজি যতদিন বেঁচে ছিলেন রবীন্দ্রনাথ নিন্দা বা প্রশংসা কোথাও কোন লিখিত উক্তি করেননি বিবেকানন্দ সম্পর্কে । স্বামীজিকেও রবীন্দ্রনাথ সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে বা লিখতে দেখা যায়নি।
অথচ জাপানি মনীষী ওকাকুরা যখন স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেন। স্বামীজি তাকে বলেন, এখানে তো সর্বস্ব ত্যাগ। আপনি রবীন্দ্রনাথের সন্ধানে যান। তিনি জীবনের মধ্যে আছেন। আবার ওকাকুরা যখন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেন, তিনি বলেন, “ভারতবর্ষকে যদি চিনতে চান তবে বিবেকানন্দ কে জানুন।
তাই কবির পদ্মা আর সন্ন্যাসীর গঙ্গা খানিক দূরে একসঙ্গে এগিয়ে দুই খাতে বয়ে গেলেও এই দুজনকে পাশাপাশি রেখেই আমাদের ইতিহাস গৌরবময়। দুই মনীষীর এই সম্পর্কের ইতিহাস নিয়ে কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে অনুষ্ঠিত হলো ‘দুই হৃদয়ের নদী’ নামে একটি গীতি আলেখ্য।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের সংকলনা ও গ্রন্থনায় যেখানে তুলে ধরা হয় রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দের লেখা কুড়িটি সঙ্গীত। ইন্দ্রানী ভট্টাচার্য নিজেও সঙ্গীত পরিবেশন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সঙ্গীত গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দী কমিউনিকেশন সেন্টারের উদ্যোগে ১৭ তম বাংলা গানের আসরে বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক জ্যোতির্ময় দত্ত এবং কবি ও পুলিশ আধিকারিক বুদ্ধদেব মুখার্জি (গৌতম ভরদ্বাজ)..এই দুই বিশেষ ব্যক্তিত্বকে তাঁদের সামাজিক ও সাংস্কৃতিক অবদানের জন্য আনন্দীর তরফ থেকে নীহার-গীতা ও বারীন্দ্র-সুনীতি স্মারক সম্মান ঞ্জাপন করা হয়। স্মারক এবং সম্মান দক্ষিণা তুলে দেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।
গীতি আলেখ্য ভাষ্যে ছিলেন সুদীপ্তা মুখার্জী। স্বামী বিবেকানন্দের ইংরেজি কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য।
সংগীত পরিবেশন করেন শিল্পী শমীক পাল,সাগরময় ভট্টাচার্য , শুভাশিস মজুমদার,পায়েল কর,মাধবী দত্ত অনুশীলা বসু, শেলী বিশ্বাস, দেবলীনা ঘোষ, অনস্মিতা ঘোষ, মেধা বসু, তাপস দত্ত, ধৃতি চ্যাটার্জী, স্বর্ণালী পাল, প্রিয়াঙ্গী লাহিড়ী, সঙ্ঘমিত্রা ভট্টাচার্য, মণিশঙ্কর, অভিজিৎ মুখার্জি প্রমুখ।
স্বামীজি ও রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে গীতি আলেখ্য ‘দুই হৃদয়ের নদী’…..।

More from CultureMore posts in Culture »
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।
- When Little Hands Create Big Hope: St. Joan’s Students Celebrate Christmas Through Music, Art, Service, and the Joy of Giving…..
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে…।
More from EntertainmentMore posts in Entertainment »
- 26th CABLE TV SHOW 2025 Kolkata takes off; Celebrating 30 Years of CTMA Excellence…..
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
More from InternationalMore posts in International »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সাফ ক্লাব কাপ খেতাব জয়ী লাল হলুদ মেয়েদের সম্বর্ধনা…..।
- বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।
- মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া-তে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা….।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।
More from MusicMore posts in Music »
- কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া : অভিষেক বসুর ছন্দযাত্রা তবলা মায়েস্ত্রো অভিষেক বসুর আমেরিকা সফর ২০২৫ — ছন্দ, অনুরণন ও সংযোগের সেতুবন্ধন…।
- পুজোর ঢাক (The Drum)…।
- যত ভাবি ভুলে যাব মন মানে না….।




















Be First to Comment