নিজস্ব প্রতিনিধি ; কলকাতা / শান্তিনিকেতন, ৭ এপ্রিল, ২০২৪। রবীন্দ্রনাথের গান আমাদের গভীরতম আনন্দের এবং নিবিড়তম বেদনার সঙ্গী। যাঁদের অসামান্য কণ্ঠমাধুর্যে রবিবাবুর গান ক্রমশ হয়ে উঠেছে রবীন্দ্রসংগীত তাঁদের মধ্যে অন্যতম আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়। কণিকা ছিলেন সেই বিরলতম শিল্পী যিনি শুধুমাত্র গান পরিবেশন করতেন না, নিবেদন করতেন।
এবছর কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ। গত ৫ এপ্রিল কণিকার ২৫ তম প্রয়াণ দিবসে কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের নিবেদনে বাংলা একাডেমিতে আয়োজিত হলো প্রথম ‘কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা’। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এদিন সন্ধ্যায় সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র-পরিচালক গৌতম ঘোষ। এই আয়োজনে সেদিন সুরে-কথায়-স্মরণ হলো কণিকা-যাপন। প্রসঙ্গত উল্লেখ্য কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের নিবেদনে কণিকার স্মরণে আরও একটি বিশেষ সঙ্গীত সন্ধ্যা আয়োজিত হলো রবিবার ৭ এপ্রিল, শান্তিনিকেতনে, কণিকার বাসভবন ‘আনন্দধারা’-য় ‘মোহর বীথিকা অঙ্গন’- এ। এই সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করলেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র শিল্পীরা এবং শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ‘কণিকাধারা’-র ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুপ্রিয় ঠাকুর, শ্রীমতী মঞ্জু বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের আয়োজক প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য জানালেন “কণিকার শতবর্ষ জুড়ে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে বা হবে তার মধ্যে এই ‘কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা’ অন্যতম। বন্যাদি মাসীর কাছে দীর্ঘদিন গান শিখেছেন। তাই সেদিনের বক্তৃতাটি হবে ডেমনস্ট্রেটিভ। কথার অনুষঙ্গে গানও থাকবে এই বক্তৃতায়।” কণিকার ছোটো বোন আশ্রমিক বীথিকা মুখোপাধ্যায় জানান, ” বিভিন্ন অনুষ্ঠান, শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি অভিলেখাগার নির্মাণ ছাড়াও আমরা এবছরই কোনো সময়ে প্রকাশ করব দিদির দুটি গানের খাতার প্রতিকৃতি সংস্করণ। এইদিনের অনুষ্ঠানে,শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ‘কণিকাধারা’ সঙ্গীত প্রতিষ্ঠানটি পুনরায় শুরু করার কথা ঘোষণা করা হল।এখানে শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রসংস্কৃতির পাঠ নিতে পারবেন ছাত্রছাত্রীরা।এবছর জুড়ে ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন এই সঙ্গীত শিক্ষায়তনে।আপনাদের শুভকামনা প্রার্থনীয়।”
কণিকা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ তম প্রয়াণ দিবসে প্রথম মেমোরিয়াল লেকচার
More from CultureMore posts in Culture »
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
More from EntertainmentMore posts in Entertainment »
- Diljit Dosanjh Endorses PM Modi’s Dream of Making India the Epicenter of Global Music and Entertainment at WAVES Summit 2025….
- চিরতরে চলে গেলেন বাঘা যতীন সিনেমার পরিচালক অরুন রায়….।
- জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে আন্তর্জাতিক সাহিত্য দিশারী-র সাংস্কৃতিক সন্ধ্যা….।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- বন্ধুর চির-বিদায়ের খবরটা নিমেষে মনকে বিষন্ন করে তুললো। মনে পড়ে গেলো কত মন ভালো করা স্মৃতি। নীরবে ছুঁয়ে এলাম মুনমুন আর ভরতকে। অনেক মানুষ থাকেন যাঁরা রক্ত সম্পর্কিত না হয়েও আমার আত্মার আত্মীয়। এই দুজন সেরকম দুই বন্ধু…..।
More from InternationalMore posts in International »
- ভারতের শেষ প্রান্ত ধনুশকোটি….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- আড়িয়াদহ- দক্ষিণেশ্বর- কামারহাটি পৌর অঞ্চলের ইতিবৃত্ত নিয়ে পুস্তক প্রকাশ….।
- ইআইআইএলএম – কলকাতা চালু করলো ‘এমবিএ ক্লাউড ইআরপি উইথ এসএপি’, পূর্ব ভারতে প্রথমবার….।
- শাওমি ইন্ডিয়া প্রকাশ আনলো করল রেডমি 14C 5G একই সঙ্গে রেডমি নোট 14 5G সিরিজের বিক্রির ক্ষেত্রে ₹1000 কোটির মাইলফলক উদযাপন করা হল….।
- শিশুদের সাথে নতুন বছরের আনন্দে মেতে উঠলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স….।
More from MusicMore posts in Music »
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
- প্রেসক্লাবে বেস্ট ফ্রেন্ডস’ এর পোস্টার এবং গান প্রকাশ…।
- উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা….।
- ফলন ও লাভ বাড়ছে তাই রাজা পাট রোপনে উৎসাহ চাষিদের….।
Be First to Comment