অশোক ব্যানার্জী : কলকাতা।
ভোটের ঢাকে পড়ল কাঠি
এবার হবে সাতটি দফায়
কেউ বা জানায় স্বাগত, আর
কেউ চেঁচিয়ে গগন ফাটায় ।
কেউ মনোনয়ন না পেয়ে বেশ
ক্ষুব্ধ, এবং দল বদলায়
ওই দলে সে ভোট প্রার্থী
পারবে হতে তারই আশায়।
ভোটের ঢাকে পড়ল কাঠি
রাজনৈতিক দলগুলো সব
প্রস্তুতি ফের নিচ্ছে সবাই
বাড়ছে গতি আর কলরব ।
কার দলে যে পাল্লা ভারী
কোন দল যে এগিয়ে আছে
কোন কোন দল ভাবছে তারা
জনগনের অনেক কাছে ।
গরমা গরম ভোটের বাজার !
সবাই এটা জানে নিশ্চয়
যাই না বলুক দলগুলো সব
জনগণই শেষ কথা কয় ।
এখন সময় খোশামদের
জনগণকে তোল্লাই দেয়াই,
সেই কাজটাই দলগুলো সব
এই কটা দিন করবে সবাই।
তারপরে ভোট শেষ হয়ে গেলে
সরকার যারা গঠন করবে
নিজের ধারায় চলবে তারা
জনগণকে ভুলেই যাবে।
ভাববে পেলাম জমিদারি
ইচ্ছে মতন চলবে তখন
যা খুশি তাই করবে তারা
পাঁচটি বছর আছে যখন ।
Be First to Comment