গোপাল দেবনাথ : কলকাতা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪। মনোজ মিত্র নামটির সাথে বাংলা তথা বাঙালি বিশেষভাবে পরিচিত। সিনেমা হোক বা নাটক তার অভিনয় দর্শকদের মনে চিরস্থায়ী স্থান করে নিয়েছে। বিশেষ করে বাঞ্ছারামের বাগান। শুধু তাই নয় তার লেখা বই ও পাঠকদের বিশেষ পছন্দের। অথচ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর উড়ে বেড়াচ্ছে। যদিও ৮৫ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতার মাত্ৰ কয়েকদিন আগে শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়েছে। অভিনেতা ভালো আছেন। এই মিথ্যা মৃত্যর খবরে তার লেখক ভাই অমর মিত্র বলেন, দাদা সুস্থ আছেন। অথচ খারাপ একটি গুজব নেটজগতে ঘুরে বেড়াচ্ছে। সকলের অবগতির জন্য আপনাদের মাধ্যমে জানাই মনোজ মিত্র সম্পূর্ণ সুস্থ আছেন। ভালো আছেন। অভিনেতা নাট্যকার কে নিয়ে যাঁরা এসব রটাচ্ছেন, তাঁদের উদ্দেশ্য কী বুঝতে পারছি না।
মনোজ মিত্র সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন – অমর মিত্র….।

More from InternationalMore posts in International »
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- TV9 বাংলার নুতন নিউজ সিরিজ ‘আইপ্যাক-এ ধুন্ধুমার!’…।
- প্রেস ক্লাব কলকাতায় দেব সাহিত্য কুটীর এর ৩৭ টি গ্রন্থ প্রকাশিত হল….।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »











Be First to Comment