নিজস্ব প্রতিনিধি : শান্তিনিকেতন, ১২ অক্টোবর, ২০২৩। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এক বিশেষ স্মারক ‘মোহর’ প্রকাশ করেছে – সহযোগিতায় ছিল কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট।
১২ অক্টোবর এই কিংবদন্তী শিল্পীর শান্তিনিকেতনের বাসভবন ‘আনন্দধারা’য় তার শততম জন্মবার্ষিকীতে এই স্মারক মোহরের উন্মোচন হয়।
রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে যাঁর নাম সবার প্রথমে আসে তিনি হলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে যাঁর নাম ‘কণিকা’ রেখেছিলেন। সেই কিংবদন্তী শিল্পীর সুরেলা কণ্ঠ, নিজস্ব গায়কি তাঁকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছিল। শিল্পীর অনবদ্য শৈলী সোনার মতোই দামী ও ওজনদার। কণিকা বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের প্রিয় বাসস্থান, ‘আনন্দধারা’ এখন মিউজিয়াম হিসেবে গড়ে উঠছে। যেখানে তাঁর স্মৃতি জড়ানো নানা জিনিসপত্র ঠাঁই পাবে।
এদিনের অনুষ্ঠানটি কণিকা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড করা আবৃত্তি ও গানের মধ্য দিয়ে শুরু হয়। এরপর শিল্পীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ মোহর উন্মোচন করেন কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট – এর সভাপতি বীথিকা মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায় শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি রিজওয়ানা চৌধুরী বন্যা, প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ, ঠাকুরবাড়ির বরিষ্ঠ সদস্য সুপ্রিয় ঠাকুর ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা।
এই বিশেষ স্মারক মোহরের ১০০ টি সীমিত সংস্করণ তৈরি করা হয়েছে। প্রতিটি মুদ্রা বিশেষভাবে তৈরী একটি কাঠের বাক্সে রাখার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে মোহর ছাড়াও থাকবে পুস্তিকা আকারে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী, যাতে থাকছে তাঁর কিছু দুর্লভ ছবি। একটি পেনড্রাইভ, যার মধ্যে থাকবে তাঁর অপ্রকাশিত আবৃত্তি এবং অপ্রকাশিত গান। সেইসঙ্গে বীথিকা মুখোপাধ্যায় স্বাক্ষরিত শংসাপত্র।
স্মারক মোহরের প্রকাশের পর কথায় ও গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সুপ্রিয় ঠাকুর, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহন সিং, প্রমিতা মল্লিক, স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, লিলি ইসলাম, সাদি মোহাম্মদ এবং রবীন্দ্রসংগীতের অন্যান্য স্বনামধন্য শিল্পীরা ও ব্যক্তিত্বরা ।
বীথিকা মুখোপাধ্যায় বলেন, “এই বিশেষ অনুষ্ঠানটি উপস্থাপন করতে পেরে আমি খুব আনন্দিত।” তিনি আরো বলেন, “যেভাবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এগিয়ে এসে অনবদ্য এই উদ্যোগ নেওয়ার পাশাপাশি সুন্দরভাবে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।” রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “কণিকা বন্দ্যোপাধ্যায় এমন একটি নাম যে নামটির ওজন সত্যিই সোনার মতো মূল্যবান।” তিনি আরো জানান, ” আমি খুবই আনন্দিত যে তাঁর জন্মশতবর্ষ একটি ‘মোহর’ প্রকাশের মধ্যে দিয়ে স্মরণ করা হচ্ছে।”
“শ্যাম সুন্দর কোং জুয়েলার্স বংশ পরম্পরায় শ্রেষ্ঠত্বের সাধনা করে চলেছে। এবং আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।” বলেন এই প্রতিষ্ঠানের ডিরেক্টর রূপক সাহা। তিনি আরো বলেন, “এই কাজ কে চার দেওয়ালের শোরুমের মধ্যে আটকে না রেখে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে উদযাপন করে চলেছি। যা সত্যিই সোনার মতোই দামী। কণিকা বন্দ্যোপাধ্যায় যা কিছু রেখে গিয়েছেন তারই প্রতীকী হলো ‘মোহর’।”
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীথিকা মুখোপাধ্যায়, যিনি
কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট – এর সভাপতি এবং একইসঙ্গে কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছোটো বোন।
কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ স্মরণে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে এক বিশেষ স্মারক ‘মোহর’….।

More from CultureMore posts in Culture »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন…।
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।
More from EntertainmentMore posts in Entertainment »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
More from InternationalMore posts in International »
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
More from MusicMore posts in Music »
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
More from PoemMore posts in Poem »
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- সাহিত্য অকাদেমির ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে আয়োজিত হলো বহুভাষিক কবি সম্মেলন…।
- পালক ঝরার মত খসে পড়বে মেকি শুভাকাঙ্খী, ভন্ড আত্মীয়, বন্ধু….।
- একুশে ফেব্রুয়ারী….।
- সাগর মণ্ডলের কবিতা সংকলন “Where the Light Finds Me” প্রকাশিত হল….।
Be First to Comment