নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ সেপ্টেম্বর ২০২৩। সেবা মন্দির, ইউ এস এ প্রাক্তন পড়ুয়া ও রোটারী আমেলিয়া যৌথ উদ্যোগে দুঃস্থ অভাবী-মেধাবী প্রত্যন্ত গ্রামের ৯০ শতাংশ সহযোগে উত্তীর্ণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডাক্তারী , ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাএ- ছাত্রীদের উচ্চ শিক্ষার সাহায্যার্থে ” শ্রী মোহনানন্দ মেধা-বৃত্তি ” প্রদান রোটারী সদনে অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর রবিবার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি রাজু রাজ গডিয়া, মুকুল সিনহা, রূপা মজুমদার, সভাপতি অনামিকা মিএ সহ বিশিষ্টজন। আয়োজকদের পক্ষ থেকে শ্রী নীলাজ্ঞন মিএ জানান, এই বছর ৪৫ জন অভাবী মেধাবী পডুয়া ছাত্র ছাত্রীদের এই মেধাবৃত্তি প্রদান করা হয়, এর মধ্যে ২৩ জন ছাত্রী এবং ৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। সুদীর্ঘ ২৩ বছরে প্রায় ৪২৩৫ জন ছাত্র-ছাত্রী এই বৃত্তি গ্রহণ করে আজ পৃথিবীর বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত।
Be First to Comment