সায়ন দেবনাথ : কলকাতা, ১০ সেপ্টেম্বর ২০২৩। রক্তদান মহৎ দান। মুমূর্ষু রোগীদের কথা ভেবে আজ রবিবার কামারহাটি পৌরসভা অঞ্চলের ১৪ নম্বর ওয়ার্ডের তরফ থেকে এক স্বেচ্ছা রক্তদান শিবির এবং সেইসাথে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় দক্ষিণেশ্বর ওয়ার্ড অফিসে ৷ এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ মিশনের দক্ষিণেশ্বর শাখার অধ্যক্ষ ইশাব্রতানন্দজী মহারাজ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, মন্ত্রী পার্থ ভৌমিক, উপ মুখ্য সচেতক তাপস রায় , মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় ২০০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন এ দিনের অনুষ্ঠানে ৷ একইসাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় ৷ অনুষ্ঠানটি পৌরহিত্য করেন পৌরপ্রধান পরিষদ সদস্য শ্রী অরিন্দম ভৌমিক৷ তিনি বলেন প্রতিবছরের মতো এ বছরেরও এই অনুষ্ঠানটি আমরা করতে সক্ষম হলাম এবং এই বছরে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যের জন্য আমরা এগিয়ে এসেছি ৷ আগামী দিনে সকলের সহযোগিতা পেলে এই ধরনের অনুষ্ঠান আরও বড় করে করবো বলে আশা রাখছি ৷
ছবি সুবল সাহা
Be First to Comment