Press "Enter" to skip to content

মনোজ বসু ছিলেন একজন প্রথম শ্রেনীর ছোটগল্পকার। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- ‘ভুলি নাই’, ‘সৈনিক’, ‘আগস্ট’, ‘বাঁশের কেল্লা’….।

Spread the love

জন্মদিনে স্মরণঃ ম নো জ ব সু

বাবলু ভট্টাচার্য : বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র মনোজ বসু। বাংলার মাটি, মানুষ, আকাশ, জলপাই রংয়ের গাছ-গাছালি, গঙ্গা পদ্মার শব্দ-নৈঃশব্দের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মনোজ বসু সাহিত্যকর্ম।

নিজ গ্রামের স্কুলেই পড়াশোনা শুরু করেন মনোজ বসু। ১৯১৯ সালে কলকাতার রিপন কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন। এরপর খুলনার বাগেরহাট কলেজে ভর্তি হন। এখানে পড়ার সময়ই তিনি বিপ্লবী দল যুগান্তরের সংস্পর্শে আসেন ও স্বদেশী আন্দোলনে যোগ দেন। ১৯২২ সালে তিনি আইএ পাস করেন।

মনোজ বসু ১৯২৪ সালে কলকাতার সাউথ সুবারবন কলেজ (বর্তমানের আশুতোষ কলেজ) থেকে বিএ পাস করেন। পরবর্তীতে আইন পড়া শুরু করলেও আর্থিক কারণে তা শেষ করতে পারেননি।

কলকাতার ভবানীপুরে সাউথ সুবারবন স্কুলে শিক্ষকতা নিয়ে কর্মজীবন শুরু করেন তিনি এবং দীর্ঘদিন এখানে শিক্ষকতার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনায় মনোনিবেশ করেন।

প্রকাশনার জন্য পরবর্তীতে নিজের প্রকাশনা সংস্থা ‘বেঙ্গল পাবলিশার্স’ প্রতিষ্ঠা করেন। শেষে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে শিক্ষকতা পেশা পরিত্যাগ করেন।

সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ বাল্যকাল থেকেই ছিল। সাত বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেছিলেন। ছাত্রাবস্থায় সহপাঠীদের নিয়ে হাতে লিখে দেওয়াল পত্রিকা বের করতেন। পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা প্রথম গল্প ছিল ‘গৃহহারা’।

প্রকাশনা ও সম্পাদনা কাজের পাশাপাশি তিনি নিজে উপন্যাস রচনা শুরু করেন। তাঁর প্রতিটি উপন্যাসে দেশ, ব্যক্তি ও সমাজ জীবনের মানুষের দৈনন্দিন খুঁটিনাটি সমস্যা, বাংলার নিসর্গ চিত্র, গ্রামীণ মানুষের জীবনাচরণ চমৎকার ভাবে ফুটে উঠেছে।

মনোজ বসু ছিলেন একজন প্রথম শ্রেনীর ছোটগল্পকার। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- ‘ভুলি নাই’, ‘সৈনিক’, ‘আগস্ট’, ‘বাঁশের কেল্লা’।

গল্পগ্রন্থ- ‘বনমর্মর’, ‘নরবাঁধ’, ‘দেবী কিশোরী’, ‘পৃথিবী কাদের’, ‘কাঁচের আকাশ’, ‘খদ্যোত’, ‘দিল্লি অনেক দূর’।

উপন্যাস ও অন্যান্য গ্রন্থ- ‘আমি সম্রাট’, ‘সেই গ্রাম সেইসব মানুষ’, ‘নবীন যাত্রা’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘এক বিহঙ্গী’, ‘কিংশুক’, ‘মায়াকন্যা’, ‘একদা নিশীথকালে’, ‘জলজঙ্গল’, ‘বৃষ্টি বৃষ্টি’, ‘আমার ফাঁসি’, ‘রক্তের বদলে রক্ত’, ‘রূপবতী’, ‘বন কেটে বসত’, ‘শত্রুপক্ষের মেয়ে’ ইত্যাদি।

সাহিত্যকীর্তির জন্য স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন। ১৯৬৬ সালে তিনি বিখ্যাত ‘নিশিকুটুম্ব’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ পুরস্কারে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘শরৎচন্দ্র পদক ও পুরস্কারে’ সম্মানিত হয়েছেন।

১৯৮৭ সালের ২৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি।

মনোজ বসু ১৯০১ সালের আজকের দিনে (২৫ জুলাই) যশোর জেলার কেশবপুর থানার ডোঙাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন।

More from BooksMore posts in Books »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.