Press "Enter" to skip to content

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে ব্যঙ্গকৌতুক রসের স্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত….।

Spread the love

জন্মদিনে স্মরণঃ ত্রৈ লো ক্য না থ মু খা র্জি

বাবলু ভট্টাচার্য : ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে ব্যঙ্গকৌতুক রসের স্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত। তিনি বাংলা সাহিত্যে এক নতুন রকমের উদ্ভট হাস্যরসের প্রবর্তন করেছিলেন।

তিনি চুঁচুড়ার ডাফ সাহেবের স্কুল এবং ভদ্রেশ্বরের কাছে তেলিনীপাড়া বিদ্যালয়ে পড়াশুনা করেন। সংসারের অস্বচ্ছল অবস্থার জন্য ১৮৬৫ সালে বাড়ি থেকে রোজগারের জন্য চলে যান এবং নানা দেশ ভ্রমণ করেন।

শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত হন তিনি। ভারত সরকারের প্রতিনিধি হয়ে দুই বার ইউরোপের একাধিক রাষ্ট্রে কর্মসূত্রে কিছুকাল করে অবস্থান করেন।

তিনি ১৮৭০ সালে বেঙ্গল গেজেটিয়ার সংকলন অফিসে কেরানির পদে নিযুক্ত হন। এরপর উত্তর-পশ্চিম প্রদেশের কৃষি ও বাণিজ্য বিভাগের অফিসে প্রধান কেরানির পদে নিযুক্ত হন। পরে বিভাগীয় ডাইরেক্টরের একান্ত সহকারী হন।

১৮৭৭-১৮৭৮ সালে উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়ানক দুর্ভিক্ষ হলে তিনি প্রাণ বাঁচানোর জন্য গাজর চাষ করার জন্য সরকারকে উপদেশ দেন। তাঁর কথানুযায়ী সরকার ১৮৮৭ সালে কয়েকটি জেলায় গাজরের চাষ করার বন্দোবস্ত করেন। এর ফলে দু বছর পরে রায়বেরিলী ও সুলতানপুর জেলায় দুর্ভিক্ষের সময় তাঁর প্রস্তাবিত গাজর চাষের জন্য বহু প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল।

১৮৮১ সালে ভারত সরকারের রাজস্ব বিভাগে বদলী হন। সেই সময় ইনি উত্তর-পশ্চিমাঞ্চলের শিল্পোন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করেন এবং বিশেষ কৃতকার্যও হন। ১৮৮৬ সালে যুক্তরাজ্যে প্রদর্শনী আরম্ভ হয় তখন তাঁকে সেখানে পাঠানো হয়। তিনি ইউরোপের নানা জায়গায় ভ্রমণ করেন এবং ‘এ ভিজিট টু ইউরোপ’ নামক গ্রন্থ রচনা করেন।

১৮৮৬ সালে এই বিভাগ ত্যাগ করে কলকাতা মিউজিয়ামে সহকারী কিউরেটর হন। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে দেশিয় শিক্ষা বাণিজ্যে যাতে উন্নতি হয় তার যথেষ্ট চেষ্টা করেন। এই সময় তিনি সরকারের অনুমতিক্রমে ‘আর্ট ম্যানুফ্যাকচারারস অফ ইন্ডিয়া’ নামক একটি বই লেখেন।

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সাহিত্যিক হিসাবেই বিখ্যাত। তাঁর রচিত ডমরু চরিত এবং কঙ্কাবতী খুবই বিখ্যাত। ‘কঙ্কাবতী’ উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন- “এইরূপ অদ্ভুত রূপকথা ভাল করিয়া লেখা বিশেষ ক্ষমতার কাজ। …এতদিন পরে বাঙ্গালায় এমন লেখকের অভ্যুদয়… যাঁহার লেখা আমাদের দেশের বালক- বালিকাদের এবং তাঁদের পিতামাতার মনোরঞ্জন করিতে পারিবে।“

তাঁর রচিত বইগুলির মধ্যে- ‘কঙ্কাবতী’, ‘ভূত ও মানুষ’, ‘ফোকলা দিগম্বর’, ‘ডমরু চরিত’, ‘বাঙ্গাল নিধিরাম’, ‘বীরবালা’, ‘নয়নচাঁদের ব্যবসা’, ‘লুল্লু’, ‘কঙ্কাবতী’ উল্লেখযোগ্য।

ইংরেজি ভাষাতেও তিনি কয়েকটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছিলেন। যেমন, ‘এ ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ প্রোডাক্টস’, ‘এ হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান প্রোডাক্টস’, ‘এ লিস্ট অফ ইন্ডিয়ান ইকনমিক প্রোডাক্টস’।

৩ নভেম্বর ১৯১৯ সালে এই মহান সাহিত্যিক মৃত্যুবরণ করেন।

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ১৮৪৭ সালের আজকের দিনে (২২ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার রাহুতা গ্রামে জন্মগ্রহণ করেন।

More from BooksMore posts in Books »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.