আমি যতই চেষ্টা করি
আমার ছায়া টাকে বড় করতে,
দেখি কি আশ্চর্য আমার ছায়ার
থেকেও বড় ছায়া বাবার…
সে ছায়া আমার শরীর জুড়ে।
সে ছায়ায় এক আশ্চর্য আখ্যান।
মা যদি মাটি হয়, বাবা তাহলে আকাশ…
সে আকাশের পাখি আমি…
যখন চারিদিক প্রতিকূল, ভয়াল, গম্ভীর…
তখন একমাত্র বাবাই প্রশান্ত,
আকুল প্রাণের অনুভব…
আজ পৃথিবীর সব বাবাদের দিবস,
আজ ফাদার্স ডে…।
সব বাবাকে অন্তর থেকে প্রনাম।
কবিতা – সংগৃহিত।
Be First to Comment