নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ মে, ২০২৩। গত সোমবার ১৫ মে কালবৈশাখীর ঝড় বৃষ্টির সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর এর মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর হাত ধরে উন্মোচিত হল লেখিকা শিল্পী চক্রবর্তী-র লেখা বই খোলা মনে রঙ বেরঙে।
এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের অছিপরিষদ-এর কর্ণধার কুশল চৌধুরী সহ বিশিষ্টজন।
ছোট্ট শিশুদের উপর মোবাইল ফোনের কুপ্রভাব এই পুস্তকের মূল আলোচ্য বিষয়। অনুষ্ঠানে বিশেষ ভাবে অভিনন্দিত করা হয় সহস্রাংশু পাত্র সহ অন্যান্য শিশুদের। করোনা অতিমারীর সময় লক ডাউন চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে পঠন পাঠন করতে করতে চোখের পাওয়ার বেড়ে যায় এই পড়ুয়ার।
এখন তার চোখের পাওয়ার মাইনাস সাত। বর্তমানে মোবাইল থেকে সহস্র যোজন দূরে থাকতেই পছন্দ করে এই পড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন মোবাইল ফোন আমাদের জীবনযাত্রা অনেকাংশে সহজ করলেও এর কুপ্রভাব আমাদের মন সহ শরীরে বিশেষভাবে প্রভাব ফেলে যা আমাদের জীবনযাত্রার মান খারাপ করে দেয়।
Be First to Comment