অভিজিৎ দেবনাথ : ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৩। অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র নয় বছর বয়স যাকে শিশু বলা যায়। এই বয়সটা খেলাধূলা করে সময় কাটানোর কথা অথচ এই বয়সেই লেখকের স্বীকৃতি সত্যিই ভাবা যায় না! হ্যাঁ পড়ে দেখুন আপনাদের জন্য চমক অপেক্ষা করছে। বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সিরিজ লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে মাত্র ৯ বছর বয়সী বাংলাদেশি শিশু ঋতুরাজ ভৌমিক হৃদ্য। ঋতুরাজ ২০২২ সালে “Goodwill Factory” নামে একটা ইংরেজি গল্পের বই প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় এরপর “Goodwill Factory 2” প্রকাশ হয়।
মূলতঃ এই বইয়ের জন্য বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সিরিজ লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।
নিউজ স্টারডম এর পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং শুভকামনা ঋতুরাজের ভৌমিকের জন্য।
Be First to Comment