নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৮ এপ্রিল ২০২৩):- ৮ এপ্রিল শনিবার কলকাতার আইসিসিআর-এ সত্যজিত রায় অডিটোরিয়ামে ‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’-এর প্রতিষ্ঠাতা তথা ধর্মীয় শিক্ষক শ্রী এম লিখিত দুই গ্রন্থের ভাষান্তরিত রূপ উন্মোচিত হল ।
‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’-এর তরফ থেকে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়েছে, “বাংলা ভাষায় ভাষান্তরিত হল শ্রী এম রচিত ‘হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ’ এবং অসমিয়া ভাষায় ভাষান্তরিত হল আত্মজীবনী মূলক গ্রন্থ ‘অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার’।”
উল্লেখ করতে হয় ২০১১ সালে প্রকাশিত ‘অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার’ বইটা অসমিয়া ভাষায় ভাষান্তরিত করেছেন অঞ্জন শর্মা এবং ‘২০২০ সালে প্রকাশিত ‘হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ’ বইটা বাংলা ভাষায় ভাষান্তরিত করেছেন সাংবাদিক ঋত্বিক মুখার্জী।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৯ সালের ৬ নভেম্বর কেরালার তিরুচিরাপল্লীতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী এম।
যৌবনের প্রারম্ভে তিনি চলে যান হিমালয়ে। সেখানে সাড়ে তিন বছর কাটানোর পরে তিনি ফিরে আসেন সমতলে।
পরবর্তী সময়ে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা বিকাশের হেতু তিনি স্থাপন করেন ‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’ যা আজ বিশ্বখ্যাত সংস্থা।
Be First to Comment