Press "Enter" to skip to content

জোড়া অস্কার জিতলো ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’এবং নাটু নাটু গানটি…..।

Spread the love

বাবলু ভট্টাচার্য : ৯৫তম অস্কারের স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’।

আজ ১৩ মার্চ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তথ্যচিত্রে দক্ষিণ ভারতের বন্য প্রাণীর প্রতি ভালোবাসা ও বন্য পশুর সৌন্দর্য তুলে ধরেছেন এই নির্মাতা। এতে দেখা যায়, ক্ষুদ্র জাতিসত্তার এক দম্পতি একটি অনাথ হাতিকে পাওয়ার পর তার যত্ন নেয়; তাকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখাসহ সব দায়িত্ব পালন করে। একসময় হাতির মায়ার বন্ধনে জড়িয়ে যায় তারা।

তথ্যচিত্র বিভাগে এবারই প্রথমবারের মতো একসঙ্গে দুটি তথ্যচিত্র মনোনয়ন পেয়েছিল ভারত থেকে; এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ মনোনয়ন পেলেও চূড়ান্ত আসরে কোনো পুরস্কার পায়নি।

দক্ষিণের আর আর আর সিনেমার নাটু নাটু গানটি অস্কারের মঞ্চে পুরস্কার লাভ করে আমাদের দেশ কে গর্বিত করেছে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ অস্কার জয়ী দুটি প্রযোজনার সাথে যুক্ত মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বের মঞ্চে ভারতীয় সিনেমা কয়েক ধাপ এগিয়ে গেল। সঞ্চালনায় ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

More from CinemaMore posts in Cinema »
More from InternationalMore posts in International »
Mission News Theme by Compete Themes.