নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৮ মার্চ ২০২৩। পুরাতনী গয়নার সম্ভারে সুনিত শ্রীমল জুয়েলার্স এর ভিনটেজ কালেকশনের বিশেষ প্রদর্শনী হয়ে গেল কলকাতার পাঁচতারা হোটেল তাজবেঙ্গল এ।
নউভিয়াও
প্ল্যাটফর্মের ব্যানারে বিশেষ প্রদর্শনীতে সুনিত শ্রীমল জানালেন ১৯০২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিস্ষ্ঠানের বিশেষ প্রদর্শনীর উদ্দেশ্য পুরাতনী এবং হারিয়ে যাওয়া গয়না নিয়ে আমাদের এই বিশেষ প্রদর্শনীতে বেশ কয়েকজন বিশিষ্ট মডেলদের মধ্যে ছিলেন মাধবীলতা মিত্র , মিসবেঙ্গল খ্যাত সুস্মিতা রায় এবং তামোরি চৌধূরী সহ অন্যান্য মডেলদের ভিনটেজ গয়না সহ উপস্থিত করান টেক্সভো ইন্ডিয়ার মৌসুমী নায়ক। অলংকারের বিশেষ সম্ভার নিয়ে আরো অনেক সংরক্ষণ পাবেন সুনিত শ্রীমলে।
Be First to Comment