নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ ফেব্রুয়ারি ২০২৩। ইন্ডিয়া ডেফ ফিল্ম প্রোডাকশন (সাইন ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন এন্ড সাব টাইটেল) গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার এসোসিয়েশনের অফিসে। এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় আগামি বছর ২০২৪ সালের একটি বিশ্বজুড়ে ডেফ কর্নিভাল ও শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ও পুরস্কার প্রদানের অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে খান ব্রাদারস ক্রিয়েশন এর যৌথ উদ্যোগে।
শনিবার এর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লেখিকা মুম্বইয়ের মণীষা গির। তার লেখা বই “The Bound script “সম্পর্কে দু চার কথা বলেন। উপস্থিত ছিলেন হ্যান্ডি ক্যাপড ডেভেলপমেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেনট সৌরভ ঘোষ (বাবু ভাই), দুদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকা থেকে গোপাল ভট্টাচার্য, দিল্লী থেকে দেবেন্দ্র সিং রানা চেয়ারম্যান ইন্ডিয়া ডেফ ফিল্ম প্রোডাকশন, বিক্রমজিৎ মহেলা, অনুশ্রী সাহা, সুমন ভড় ও আইশান খান।
এছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসেছিলেন এ দিনের অনুষ্ঠানে। গত ২৬ ফেব্রুয়ারি রবিবার ইন্ডিয়া ডেফ ফিল্ম প্রোডাকশন থেকে বানানো বেশ কয়েকটি ফিল্ম এর মধ্যে থেকে ছোটো বৌ, রাখী বন্ধন প্রদর্শন করা হয়। এই দিনে ডেফ দের নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। উপস্থিত দর্শকদের খুবই পছন্দ হয়।
Be First to Comment