গোপাল দেবনাথ : কলকাতা, ৪ জানুয়ারি, ২০২৩। পথপশু। এই শব্দটার মধ্যেই একটা উপেক্ষা লুকিয়ে আছে। পথপশু বলতে রাস্তার মালিকানাহীন কুকুর , বেড়ালদের মূলত বোঝায়। যারা একটু খাবার চাইতে গেলে জোটে মারধর, ঘাড়ধাক্কা, গায়ে গরমজল, কখনও বা এসিড ছুঁড়ে মারা এমন কি আতসবাজি দিয়ে আঘাতপ্রাপ্ত করা। যাদের বাচ্চারা জন্মের পরেই গাড়ির তলায় প্রাণ হারায়। এ ছাড়াও আছে ঘর বিতাড়িত গরু, ছাগল, অবসরপ্রাপ্ত হয়ে পরিত্যক্ত ঘোড়া। ব্রিড ডগ দিয়ে ক্রমাগত ব্রিডিং করিয়ে, তারপর বয়সকালে তার প্রজনন ক্ষমতা চলে গেলে এবং এরপর অসুস্থ হয়ে গেলে, তাকে মৃত্যুর জন্য পথে ফেলে দেওয়া হয়। এদের সহমর্মী সহনাগরিক হয়ে এদের পাশে এসেছে পারমিতা মুন্সী। পারমিতার পোষ্য সন্তান নিউটন এর স্মৃতিতে হয়েছে সেলিব্রেটি পেট ক্যালেন্ডার ২০২৩। এই কাজে পারমিতার অন্যতম দুই সহযোদ্ধা পারমিতার স্বামী, বিশিষ্ট আর্ট ডিরেক্টর সুদীপ ভট্টাচার্য ও এই প্রজেক্টের ক্রিয়েটিভ সুপারভাজার সুকন্যা রক্ষিত গুপ্ত। এই ক্যালেন্ডারে মডেল হিসেবে আছেন এই শহরের তাবড় খ্যাতনামা শিল্পী ও বিদগ্ধ মানুষজন। এ ছাড়াও আরও বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ড পাশে থেকেছে, যাতে এই শুটিং যাতে ভালোভাবে হয়। ওয়ার্ডরোব পার্টনার রংগোলী, রাঁঞ্ঝ। ফুড পার্টনার সান্টাস ফ্যান্টাসি। ডিজাইনার পার্টনার দর্জি। স্ন্যাকস পার্টনার মিও আমরে। ক্লদিং পার্টনার তসম বাই প্রমিত মুখার্জী ও স্টাইল ম্যানিয়া। লোকেশন পার্টনার প্রিয়া এন্টারটেইনমেন্ট ও মুখরোচক হাউস। দেবলীনার শুটিং এর লোকেশন এপি স্টুডিও। জুয়েলারি পার্টনার প্রিয়াঙ্কা ব্যানার্জি, সোমা কুন্ডু।
গিফট পার্টনার আরুশি বুটিক, লালমাটি প্রকাশন, নিমফ , দা স্পিরিট অব নেচার, মাধুরিস ক্রিয়েশন, পাপিয়া দাস, পাঙ্খুরী, সিল্কসুতা, সম্পূর্ণা, দিব্যা ক্রিয়েশন প্রমুখ।
পারমিতা মুন্সী বলেন, এই নতুন বছরের জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩, এই বারোটা পেজের বড় ওয়ালহ্যাঙ্গিং ক্যালেন্ডার, ও ডেক্সটপ ক্যালেন্ডার হয়েছে।
এই ক্যালেন্ডারের বিক্রয়লব্ধ টাকায় প্রতিদিন ৩০০ এর বেশি পথকুকুর, বেড়ালদের ফিডিং করানো হবে। তাদের টীকাকরন ও করা হবে। বার্ষিক ১০০ টা কুকুর বেড়ালের স্টেরিলাইজেশন করা হবে। অসুস্থ, বৃদ্ধ, পরিত্যক্ত পথপশুদের ফস্টারিং করা হবে। আর যেটা হবে, সেটা হলো একটা পেট ক্যাব কাম ২৪*৭ পরিষেবাসহ পেট এম্বুলেন্স সার্ভিস। আরও অনেক পরিকল্পনা আছে পথপশুদের নিয়ে, যেটার বিস্তার হবে পশ্চিমবঙ্গের সব জেলা ভিত্তিক। ভাগ্য সাথ দিলে সেই সীমা রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ… দেশের গন্ডি পেরিয়ে… অনেকদূর যেতে পারে।
আমাদের এই পেট ক্যালেন্ডার ২০২৩ এর মডেল হলেন – চিরঞ্জিত চক্রবর্তি, অনন্যা চ্যাটার্জী, শ্রীলেখা মিত্র, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, পল্লবী চ্যাটার্জি, অরিজিৎ দত্ত, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র, এনা সাহা, নিখিল জৈন, কবি জয় গোস্বামী, রূপম ইসলাম, সোমু মিত্র, প্রসূন ব্যানার্জি, শুভ্রজিত মিত্র প্রমুখ। অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে আছেন সমু মিত্র, অভিজিৎ আঢ্য, মার্গারেট, সেওতি তালুকদার, সঞ্চয়িতা তালুকদার, প্রফেসর ড: সুজয় বিশ্বাস, আবীর ব্যানার্জি, অভয়া বসু, কবি সেবন্তি ঘোষ, তন্ময় দাস প্রমুখ।
আমাদের পেট মডেলরা হলো পান্ডা, জিজি, কোকো, আম, আটি, পন্ডিত, কিউবা, পপকর্ন, গোল্ডী, কোকো ঘোষ, পটকাই, গাজর, চেরী, স্ন্যাপ, ব্রুনো।
পুরো কর্মকান্ডের মূল কনসেপ্ট ও পরিচালনা করছেন – পারমিতা মুন্সী।। প্রোডাকশন ডিজাইনার সুদীপ ভট্টাচার্য। ক্রিয়েটিভ সুপারভাইজার সুকন্যা রক্ষিত গুপ্ত। প্রযোজনা শিবানী মুন্সী প্রডাকশন ও কলমবাস ডিজিপ্লেক্স। ডিরেক্টর অব ফটোগ্রাফি সৌরভ মুখার্জী, এসোসিয়েট ডিরেক্টর সুশান্ত সরকার, এডিটর সিঞ্জন বসু, বিটিএস এডিটর মৃন্ময় সরকার, মেকআপ আর্টিস্ট সোনা বিউটি থেরাপিস্ট, হেয়ার দেবী বর্মন, স্টাইলার অয়ন হোর, কো স্টাইলার দেবরাজ, এসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর মিঠুন, এসিস্ট্যান্ট ডিরেকশন ইভান সাহা।
গত ২২ শে ডিসেম্বর একটি তারকাখচিত অনুষ্ঠানে পেট ক্যালেন্ডার ২০২৩ এর আনুষ্ঠানিক প্রকাশ হলো। অনুষ্ঠান মঞ্চে কতৃপক্ষের আবেদন ছিল পথপশুদের প্রতি সামাজিক সচেতনতা গড়ে তুলতে এই কাজে সবাইকে পাশে চাই আমরা। ক্যালেন্ডার কিনে আমাদের পাশে থাকতে পারেন। এটি সম্পূর্ণ অবাণিজ্যিক একটি প্রচেষ্টা এটা কিন্তু পথশুদেরই স্বার্থে। এই পৃথিবীকে মানুষের পাশাপাশি, মানবেতর জীবদের নিরাপদ বাসযোগ্য স্থান করে তুলতে চাই আমরা। আমরা চাই আপনারাও পথপশুদের প্রতি মানবিক হোন এবং তাঁদের পাশে হৃদয় দিয়ে দাঁড়ান। নিরীহ প্রাণীদের অকারণে বিরক্ত করা থেকে বিরত থাকুন।
Be First to Comment