Press "Enter" to skip to content

সত্তর- আশির দশকের কলকাতা সবচেয়ে বেশি যাঁর ছবিতে ধরা দিয়েছে, তিনি মৃণাল সেন…..।

Spread the love

স্মরণঃ মৃ ণা ল সে ন

জন্মঃ ১৪ মে, ১৯২৩ ফরিদপুর, বাংলাদেশ।
মৃত্যুঃ ৩০ ডিসেম্বর, ২০১৮ কলকাতা।

বাবলু ভট্টাচার্য : উনুনের ধোঁয়া, লোডশেডিংয়ের অন্ধকার ঘেরা বারো ঘর এক উঠোন আর পাঁজরের হাড় বার করা সত্তর- আশির দশকের কলকাতা সবচেয়ে বেশি যাঁর ছবিতে ধরা দিয়েছে, তিনি মৃণাল সেন।

বাংলার চলচ্চিত্রকারদের মধ্যে কলকাতার সবচেয়ে নিবিড় এবং স্থায়ী প্রণয়ী মৃণাল সেন। যে প্রেম এসেছিল তাঁর মধ্যবিত্ত শ্রেণিগত অবস্থান থেকেই। লং শট-এ একটু লো অ্যাঙ্গলে শহরের গলিঘুঁজি, ছাদ দেখলেই চেনা যায় মৃণালের স্বাক্ষর।

* ১৯৮১ সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।
* ২০০৫ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান।
* ১৯৯৮ থেকে ২০০৩ পর্যন্ত তিনি ভারতীয় সংসদের সাম্মানিক সদস্যপদ লাভ করেন।
* ফরাসি সরকার তাঁকে কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস (Ordre des Arts et des Lettres ) সম্মানে সম্মানিত করেন। এই সম্মান ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান।
* ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.