রুপা মজুমদার :কলকাতা, ২৮ ডিসেম্বর, ২০২২। ২০২২ সাল জুড়ে উদযাপিত হয়েছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ। সমাপ্তি অধিবেশন ২৫ – ২৭ ডিসেম্বর । নিউ টাউনে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রাঙ্গণে। সংগঠনের বর্তমান সভাপতি সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী।
২৬।১২।২২ দ্বিতীয় দিন।
আলোচ্য বিষয়: বহির্বঙ্গে বাংলা সাহিত্য চর্চা।
বক্তা : মন্দিরা গাঙ্গুলী নাগপুর শাখা,
মনোমিতা রায় ব্যাঙ্গালুরু শাখা,
কমল রায় , কানপুর শাখা ।
আলোচনায় উঠে এলো কত প্রতিকূল অবস্থার মধ্যে শুধুমাত্র ভাষা এবং সাহিত্যের প্রতি ভালোবাসায় বহির্বঙ্গে বাংলা নিয়ে চর্চা হয়ে চলেছে। করছেন লিটল ম্যাগাজিন। করছেন অনুবাদ। এমনকি অভিধান।
উঠে এলো কিছু অনুযোগের কথা। তাদের সাহায্যে বাংলার প্রকাশকরা এগিয়ে না যাওয়ার অভিমান। পত্রিকা এবং দৈনিক সংবাদপত্র সঠিক সময় না পৌঁছনোর অভিমান। স্কুলে বাংলা না থাকা, লাইব্রেরীতে বাংলা বই না থাকা, নতুন প্রজন্ম বাংলা সাহিত্য থেকে দূরে থাকা … ইত্যাদি ইত্যাদি। তারই মধ্যে আলোচনা হলো আশার কথাও , কিভাবে ছোট ছোট ক্লাব তৈরি হচ্ছে ভাষা এবং সাহিত্যকে কেন্দ্র করে। কিভাবে তারা নিজেরাই সমস্যা সমাধান করছেন।

করেছিলাম Interactive session তাই বিশিষ্ট বক্তাদের সঙ্গে বহির্বঙ্গ থেকে আগত সাহিত্যপ্রেমীরাও মন খুলে আলোচনায় অংশগ্রহণ করছিলেন। প্রকাশ পাচ্ছিল বাংলার প্রতি তাঁদের আবেগ দরদ ভালোবাসা। তাঁদের কথা সেশন শেষ হয়েও যেন ফুরোচ্ছিল না।
এখানে থেকে আমরা তাঁদের ওই সমস্যা বুঝতেও পারি না। কত আদর এবং যত্নে তারা বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা লালন করে চলেছেন এবং কর্তব্য পালন করে চলেছেন। অথচ আমরা – এখানকার বাঙালিরা নিজেদের ভাষা এবং সাহিত্যকে কি অনাদরই না করি! হায় রে!






















Be First to Comment