নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ নভেম্বর ২০২২। গত ২৬ নভেম্বর সিআইও ক্লাবের কলকাতা অধ্যায়ের ৪র্থ বার্ষিকী সম্মেলন সল্টলেকের হায়াত রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়। এই মহাসম্মেলনে আমাদের দেশ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ জনের বেশি সিআইও অংশগ্রহণ করেন। CIO Klub কলকাতা অধ্যায়ের সেক্রেটারি মিস্টার সৌরভ দাস, প্রেসিডেন্ট মনমোহন গোয়েল এবং কোষাধ্যক্ষ মিঃ সঞ্জীব সিনহা সাংবাদিকদের জানিয়েছেন এই প্ল্যাটফর্মটি সমগ্র আইটি ইকো-সিস্টেমকে একই ছাদের নীচে নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়, যাতে শেখার এবং ব্যস্ততা থাকতে পারে। সারাদিনব্যাপী এই দিনের সম্মেলনে অ্যাপল ম্যাকিনটেল সলিউশন, অ্যামাজন ওয়েব সার্ভিসেস,
ওয়ার্কমেটস কোর২ক্লাউড, ট্রেন্ডমাইক্রো, জোহো কর্পোরেশন, লজিটেক, টাটা টেলি বিজনেস সার্ভিসেস, অ্যারোডেক, ক্লাউডহাব, ক্যাপিটাল্যান্ড, কন্ট্রোলস, অ্যাচিভএক্স, অ্যাফোরসার্ভ, এসএইচএন্ডের মতো বিভিন্ন আইটি অংশীদারদের টেক টক ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই দিনেই মেগাথার্ম আইটি, আইটি এবং ডিজিটালের আধুনিক পণ্য এবং পরিষেবাগুলি প্রদর্শনের স্টল অতিথিদের নজরকাড়ে।
Be First to Comment