Last updated on October 29, 2022
নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ অক্টোবর ২০২২। আজ শুরুবার টালিগঞ্জ নিউ থিয়েটার্স স্টুডিও -১ (এন টি -১) এ চলচ্চিত্র পরিচালক EIMPDA র সদস্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক পিনাকী চৌধুরী ও নিতীশ মুখার্জী’র স্মরণসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক – রাজা মিত্র, স্বপন সাহা, অমল রায় ঘটক, শঙ্কর রায়, সৌম্য সরকার, সুমিত দাস, সুব্রত রঞ্জন দত্ত, শিবপ্রসাদ চক্রবর্তী, তারাপদ মন্ডল, শুভম দাস, হারাধন দাস, নাড়ুগোপাল মণ্ডল, অনিল কুরিওসি, শিউলি রামানি ও অন্যান্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকগণ।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত পরিচালকদের ছবিতে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। প্রয়াত চলচ্চিত্র পরিচালক দ্বয়ের সম্পর্কে অনেকেই স্মৃতিচারণ করেন। বহু পুরোনো স্মৃতি তুলে ধরেন।
Be First to Comment