ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত মায়াবিশিল্পী কলকাতা, ২৫ অক্টোবর, ২০২২। আমার জীবনে পাওয়া বিভিন্ন শংসা-পত্রের মধ্যে সব চেয়ে আদরের, সব চেয়ে রঙীন , সবচেয়ে উৎসাহ এবং স্বপ্ন-জড়ানো, স্বপ্ন-দেখানো– পিঠ চাপড়ানো স্বীকৃতি হচ্ছে এই অমূল্য কাগজের টুকরো খানা। বিভিন্ন শিল্পীদের মধ্যে প্রতিযোগিতায় আমিই নাকি ‘সর্বশ্রেষ্ঠ’ – ব’লে বিচারক-মণ্ডলী যখন এটা আমার হাতে তুলে দেন, তখন পৃথিবীর সব কিছুই যেন স্বপ্ন মাখা মনে হচ্ছিলো।
বাড়ি ফিরে যখন বাবাকে- মাকে দেখাই, তখন মনে হচ্ছিলো যেন বিশ্বজয় ক’রে বাড়ি ফিরছি। সারা রাত ঘুম হয়নি।
মাঝরাতে মা আমার ঘরে এসে মাথায় হাত বুলিয়ে দেন, বলেন “উনি খুব খুশি হয়েছেন।”
আমি পাল্টা প্রশ্ন করি:
—“কেন, তুমি খুশি হওনি ?”
মা কোনোও জবাব দেন নি। আমাকে জড়িয়ে ধ’রে ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
আমিও কাঁদি।
মা আমার চোখ মুছিয়ে দেন।
আমিও মায়ের চোখ মুছিয়ে দিই।
মা বলেন, “বোকা ছেলে ! কাঁদতে নেই।…”
ওই কান্নার পরে দুজনেই আমরা হাসতে শুরু করি।
মা বলেন, ” বোকা মায়ের বোকা ছেলে।”
আমি মাকে জাপটে,চেপে ধ’রি।
সেই বয়সের বোকা ছেলেটার স্বপ্ন-মাখা চোখের একটা ছবি পেলাম। এই সেই ছবি এবং শংসা পত্র।
Be First to Comment