বাবলু ভট্টাচার্য : প্রতি বছর ২২ অক্টোবর পালন করা হয় সরীসৃপ সচেতনতা বাড়ানো দিবস হিসেবে। মানুষকে বোঝানো হচ্ছে, সরীসৃপরা এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে ঠিক কতটা প্রয়োজনীয়।
পৃথিবীতে জীবন শুরুর প্রথম দিক থেকেই রয়েছে সরীসৃপরা।
সরীসৃপদের নিরাপদে এ গ্রহে বাস করতে দেওয়ার জন্য মানুষের আরও অনেক সচেতনতা দরকার- সেটাই বুঝিয়ে দিতে এই আয়োজন। বুকে হাঁটা ওই প্রাণীগুলো না থাকলে, এই পৃথিবীটাও যে মানুষের বসবাসযোগ্য থাকবে না।
সরীসৃপ (ইংরেজিতে Reptile)। মেরুদণ্ডী প্রাণীর একটি শ্রেণি। সিলুরিয়ান অধিযুগে (Silurian) ৪১ কোটি ৮০ লক্ষ বছর আগে সারকোপটেরিজাই জাতীয় প্রাণী থেকে চার পেয়ে যে সকল প্রাণীর উদ্ভব ঘটেছিল, তাদেরকে সাধারণভাবে বলা হয় টেট্রাপোড (Tetrapod)। এই টেট্রাপোডের চারটি শ্রেণির মধ্যে সরীসৃপ।
Reptile শব্দের অর্থ হলো- বুকে ভর করে চলা। এই অর্থে এই জাতীয় প্রাণী শ্রেণিগত নাম গৃহীত হয়েছে reptilia নামটি গৃহীত হয়েছে। এই শ্রেণীর প্রাণীর ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত থাকে। সাধারণভাবে এই শ্রেণীর অন্তর্গত প্রাণীগুলোর মধ্যে, আমাদের অতি পরিচিত প্রাণীগুলো হলো— নানা রকমের সাপ, কুমির, টিকটিকি, কচ্ছপ ইত্যাদি হিসাবে।
বিজ্ঞানীদের মতে ৩৪ কোটি বৎসর আগে (কার্বনিফোরাস) অধিযুগে- টেট্রাপোডদের একটি দল বিবর্তিত হয়ে সরীসৃপ শ্রেণীর প্রাণীতে পরিণত হয়েছিল।
কার্বোনিফোরাস অধিযুগের শেষের দিকে, ৩০ কোটি বৎসর আগে- সরীসৃপ শ্রেণীর প্রাণীকূল বিভিন্ন বৈশিষ্ট্যে বিভক্ত হয়ে পড়েছিল। এর উল্লেখযোগ্য উপশ্রেণীগুলো হলো—
এ্যানাপ্সিডা (Anapsida) : উল্লেখযোগ্য প্রাণী কচ্ছপ।
লেপিডোসোরিয়া (Lepidosauria) : সাপ জাতীয় প্রাণী।
আর্কোসোরিয়া (Archosauria) : ডাইনোসরের শাখা।
প্যারাপ্সিডা (Parapsida) : ডাইনোসরের আবির্ভাবের পূর্ববর্তী একটি বিলুপ্ত শাখা।
আরিওস্কেলিডা (Araeoscelida) : এর সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
এই গুলোকে বর্তমানে সরীসৃপ শ্রেণির উপশ্রেণি হিসাবে বিবেচনা করা হয়।
এই সরীসৃপগুলোর কিছু প্রাণীর করোটির উপরিভাগে এবং চোখের পিছনে ছিদ্র রয়েছে। এই জাতীয় করোটিকে বলা হয়- ডায়াপ্সিড (Diapsid )। আর্কোসোরিয়া উপশ্রেণীতে ডায়াপসিড করোটি রয়েছে। এদের চোয়ালের দাঁতগুলো সকেটে আবদ্ধ থাকতো। করোটি ছিল হাল্কা ও সরু। এই কারণে কেউ কেউ ডায়াপ্সিড অধিশ্রেণি হিসাবে উল্লেখ করে থাকেন।
আজকের দিনটা শুধু দু’পায়ে হাঁটা মানুষদেরই নয়। বরং, আজকের দিনটা আরও বেশি করে বুকে হাঁটা প্রাণী অর্থাত্ সরীসৃপদের নিয়ে।
Be First to Comment