নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ২২শে অক্টোবর, ২০২২। : সিঙ্গুর নিয়ে ফের তোলপাড় রাজ্য রাজনীতি। টাটাদের ন্যানো কারখানা রাজ্য থেকে চলে যাওয়ার ব্যাপারে তাঁদের কোনও দায় ছিল না, দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষ চাপিয়েছেন তৎকালীন শাসক দল সিপিএমের উপরে। স্বাভাবিক ভাবেই সেই অভিযোগ অস্বীকার করেছে বামেরা। তারা মনে করিয়ে দিয়েছে রতন টাটার উক্তি। সিঙ্গুর থেকে চলে যাওয়ার সময় তাঁর মন্তব্য ছিল, ‘বলেছিলাম, মাথায় বন্দুক ঠেকালেও যাব না। কিন্তু মমতা তো ট্রিগার টেনে দিলেন।’ ন্যানো কারখানা সিঙ্গুর থেকে গুজরাতের সানন্দে চলে যাওয়া রাজ্যের শিল্পচিত্রে বড়সড় কালো দাগ। শিল্পবিরোধী ভাবমূর্তির সেই ক্ষত আজও বহন করে চলেছে পশ্চিমবঙ্গ। সেই দায় কার? এই নিয়েই এ সপ্তাহের ‘যুক্তিযুদ্ধ’- সিঙ্গুর থেকে টাটা-বিদায়/বাম-তৃণমূল কার দায়?
দেখুন যুক্তি-যুদ্ধ টিভি নাইন বাংলায়। রবিবার সন্ধে ৭টায়।
Be First to Comment