গোপাল দেবনাথ : কলকাতা, ৩ অক্টোবর, ২০২২। বেলেঘাটা রাখাল ঘোষ লেন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এই বছর ৫২তম বর্ষে পদার্পন করলো। এই পুজো শুরু হয়েছিল ১৯৭১ সালে। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বেশিরভাগই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এই পূজো কে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। ২০২০ সালে করোনা অতিমারীর কারণে সুবর্নজয়ন্তী বর্ষ সঠিকভাবে এলাকাবাসী পালন করতে পারেনি।
এই বছর করোনার প্রকোপ প্রায় নেই বললেই চলে। সেই কথা মাথায় রেখে পুজো কমিটির সদস্যবৃন্দ বহুদিন আগে থেকে সক্রিয় হয়ে এই বারের পুজোকে অন্য মাত্রায় নিয়ে যেতে চেয়েছিলেন এবং তারা সফলও হয়েছেন। এই বারের দুর্গা মায়ের প্রতিমা থেকে প্যান্ডেল সেই সাথে আলোকসজ্জা সব কিছুতেই বিশেষ নজর দেওয়া হয়েছে। আগামীকাল নবমীর দিন এলাকাবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হবে বলে জানালেন এক প্রবীণ সদস্য। অষ্টমীর সকালে এলাকার মানুষের অঞ্জলি দেওয়ার পর টিফিন হিসেবে সুস্বাদু লুচি, আলুরদম ও লাড্ডুর ব্যবস্থা করেছিলেন পুজো কমিটি।
এই পূজো কে কেন্দ্র করে গত শনিবার পঞ্চমীর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে এই পুজোর তিনজন প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মানিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরপিতা শ্রী আশুতোষ দাস।
Be First to Comment