নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৭ই সেপ্টেম্বর ২০২২। টিভির হরেকরকম্বা চ্যানেল, ইন্টারনেট, সিডি, ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম— প্রযুক্তির ডালিতে বিনোদনের ঝুলি ভরপুর।
তবু আজও পূজোর ঢাক বাজলে ছুট দেয় আম বাঙালির মনোরথের ঘোড়া। জুড়ে যায় অতীত আর বর্তমান।
অতীতে কেমন ছিল বাঙালির পূজো?
দেড়শো বছর পিছনে ফিরে গেলে বারোয়ারি পূজো পাওয়া যায় না। তখন পূজো বলতে রাজবাড়ির পূজো।
আর সেই পূজো ঘিরে নানা কিংবদন্তী আর জনশ্রুতি। আপনারা জানতে পারবেন এমন এক রাজবাড়ির গল্প, যার পাশ দিয়ে বয়ে যেত পুরাণের সেই পবিত্র সরস্বতী নদী। সে রাজবাড়ির ঠাটবাট, আদবকায়দাই ছিল অন্যরকম। প্রাচীন গ্রীক ডোরিক স্থাপত্যের অমন বাড়ি সারা বাংলায় আর কোথাও নেই।
সত্যজিৎ রায় জলসাঘরের জন্য বেছে নিয়েছিলেন এই রাজবাড়িকেই। পুজোয় প্রজাদের আনন্দ দিতে আসতেন স্বয়ং গহর জান। রাজবাড়ির নাম? আনন্দধাম। কোথায় সে রাজবাড়ি! আমাদের হাওড়াতেই, আনন্দধূলিতে। লোকের মুখে মুখে যার নাম হয়েছে আন্দুল।
আর এই গল্প শুধু আন্দুল রাজবাড়ির নয়, এই গল্প বাঙালিয়ানার গল্প।
অবশ্যই দেখুন TV9 বাংলা বাঙালিয়ানায় ‘রাজবাড়ির পূজোর গল্প’। আগামীকাল রবিবার সকাল ১০ টায়।
Be First to Comment