Press "Enter" to skip to content

রবীন্দ্র প্রেরনায় হিরন্ময় সাহার নতুন বই প্রকাশ…।

Spread the love

দেবব্রত রায় চৌধুরী : কলকাতা, ৩০ আগস্ট ২০২২।রবীন্দ্রনাথ মানেই অনুপ্রেরণা। জীবন চলার পথে অনেক মানুষ কবিকে খুব কাছ থেকে দেখেছেন, আর তাঁদের জীবনে কবির প্রভাব নিয়েই ” ডা: হিরন্ময় সাহা লিখেছেন *২১ শেডস অফ টেগোর*।
বই টির ২৯ আগস্ট কলকাতার প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়ে গেল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত কিছু অজানা তথ্য ও মানুষ তিনি কেমন ছিলেন এই সবকিছু নিয়ে বুকমার্ক পাবলিকেশনের পক্ষ থেকে এবং মনোবিদ ডাক্তার হিরন্ময় সাহার রচনায় এই বই ২১ শেডস অফ টেগোর।

এই অনুষ্ঠানে লেখক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, প্রফেসর পবিত্র সরকার, নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সংগীত শিল্পী ইন্দ্রানী সেন , ও শিক্ষাবিদ ও নৃত্য শিল্পী মহুয়া মুখার্জি এবং অন্যান্যরা। লেখক তার বক্তব্যে বইপ্রসঙ্গে বলেন এর আগেও তিনি দুটি বই লিখেছেন এবং যা খ্যাতিও অর্জন করেছে। ইংরেজি ভাষায় লেখা এই বই সম্পর্কে তিনি আশাবাদী যে এই বই আগামী প্রজন্মকে কবিগুরু সম্বন্ধে জানতে অনেকটাই সাহায্য করবে এবং ভারতবর্ষের বাইরেও এই বই বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে সক্রিয় ভূমিকা নেবে। এই বইটি আগামী দিনে বিভিন্ন বইয়ের স্টোর,কোলকাতা কলেজস্ট্রিট ,অ্যামাজন প্লাটফর্মে পাওয়া যাবে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.