Last updated on June 27, 2022
তৃষা দেবনাথ : কলকাতা, ২৫ জুন ২০২২। কলকাতার প্রাচীন সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান হিন্দু সৎকার সমিতির বার্ষিক সাধারণ সভা আজ ২৫ জুন শনিবার সমিতির ভবনে অনুষ্ঠিত হল। নতুন পরিচালন কমিটি তৈরি হয়েছে। সভাপতি – শম্ভুনাথ গাঙ্গুলী, সহ- সভাপতি – অনুপ দাঁ, সঞ্জয় দুগার, আশিষ দাস। সাধারণ সম্পাদক – সন্দীপ কুমার মুখার্জি। যুগ্মসম্পাদক – অলোক দে, অঞ্জন ব্যানার্জী। সহঃসম্পাদক – মৃত্যুঞ্জয় রায়, অনন্ত সিংহ রায়। হিসাব রক্ষক – সব্যসাচী ঘোষ, এবং কমিটির উল্লেখযোগ্য সদস্য- রাজীব শঙ্কর বিদ, সঞ্জয় রায়, অপূর্ব মন্ডল, সুজয় রায়, চন্দন ঘোষ, হিজল চ্যাটার্জি, অজয় পাল প্রমুখ। এর সঙ্গে হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের নির্বাচন হয়, কাঞ্চন কুমার রায়চৌধুরী, অনিল বরন তিওয়ারী, সন্দীপ কুমার মুখার্জি, সব্যসাচী ঘোষ এদের সঙ্গে রাজীব শঙ্কর বীদ, সঞ্জয় রায় ও শম্ভু নাথ গাঙ্গুলী নতুন অছি পরিষদের সদস্য পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন, হিন্দু সৎকার সমিতি ছাড়াও ও ভূতনাথ মন্দিরের পরিচালন ব্যবস্থার দায়িত্ব এদের ওপর হাউস থেকে দেওয়া হলো।
Be First to Comment