বর্ষা এলো চলে
———————–
অশোক ব্যানার্জী।
————————-
যেই লিখেছি কাব্য করে
বর্ষা কোথায় গেল?
ওমনি দেখি মুচকি হেসে
বর্ষা চলে এলো।
লাজুক মুখে বললো হেসে
একটু হলো দেরি
তাই বলে কি সবাই তোমরা
রাগ করেছো ভারী ?
রাগ পুষে আর রেখ না কেউ
এসে গেছি এবার
নাচ দেখাবো নানান তালে
নানান ঢঙে আবার ।
কখনো বা ভারত নাট্যম
নাচবো তালে তালে
কখনো বা কত্থক নাচ
নাচবো হাল্কা চালে ।
কখন আবার উদ্দাম নাচ
তাথৈ তাথৈ করে
নাচবো আমি, ছুটবো আমি
মেঘের ভেলায় চড়ে ।
কখনো বা ঝড়ের সাথে
পাল্লা দিয়ে ছুটবো
কখনো বা নাচের সাথে
রিমঝিম ঝিম গাইবো।
এমনি করেই নেচে গেয়ে
মন ভরাবো সবার
একটু দেরি হলেও কিন্তু
বলছি আমি এবার ।
প্রথম দিনে এসে আমি
একটু গেছি থমকে
প্রলয় নাচন হঠাৎ দেখে
তোমরা যেতে চমকে ।
ঢিমে তালে নাচের শুরু
তাইতো আমার এবার,
ক্রমে ক্রমে রুদ্র নাচন
দেখবে তোমরা আমার !
*ছবি সৌজন্যে – গুগুল।*
Be First to Comment