দেবজিৎ কর : বেলঘরিয়া, ১৩ জুন ২০২২। রাজ্য জুড়ে ৭৫ % মাইক্রনের চেয়ে কম পুরু প্লাস্টিক বর্জনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নির্মল বাংলা গড়ার লক্ষ্যে ইতিমধ্যে রাজ্য সরকারের এই নির্দেশে পরিবেশ দূষণ আটকাতে সচেষ্ট পৌরসভাগুলো। এর আগেও কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা নিজে বেলঘরিয়ার বিভিন্ন এলাকা ঘুরে সমস্ত দোকানদারদের ৭৫ % মাইক্রনের চেয়ে কম পুরু প্লাস্টিক ব্যবহার না করার বার্তা দিয়েছেন। ঠিক তেমনই গতকাল ১২ জুন রবিবার সকালে কামারহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে বেলঘরিয়ার বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করেন। কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহার পক্ষ থেকে যে নির্দেশ জারি করা হয়েছিল তা কতটা মানা হচ্ছে। সেই বিষয়ে নজরদারি রাখতে গতকাল দোকানে দোকানে ঘুরে অভিযান চালান তৃণমুল ছাত্র পরিষদের সদস্যরা। এই দিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার ২০ নম্বরের কাউন্সিলার মানস গুপ্ত, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস, বেলঘরিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন মুখার্জী ।
বেলঘরিয়া স্টেশন চত্বরে বিভিন্ন বাজার, দোকানপাট ঘুরে ঘুরে আজ দোকানদারদের কাছ থেকে ৭৫ % মাইক্রনের চেয়ে কম পুরু প্লাস্টিক সংগ্রহ করেন কামারহাটি তৃনমুল ছাত্র পরিষদের সদস্যরা। তার বদলে দোকানে গিয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের অপকারিতা সম্পর্কে বোঝান দোকানদারদের। এমনকি প্রত্যেক দোকানে গিয়ে সোয়েট কাপড়ের ক্যারি ব্যাগ দেওয়া হয়।। আবেদন করা হয় চটের ব্যাগ ব্যবহার করার জন্য।
কামারহাটি পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হচ্ছে অনবরত। চলছে দোকানে দোকানে ঘুরে সচেতনতার অভিযানও। তবুও বহু দোকানদারদের কাছ থেকে উদ্ধার হচ্ছে ৭৫% মাইক্রনের চেয়ে কম পুরু প্লাস্টিক। তার জেরে আবারও সচেষ্ট হলো কামারহাটি পৌরসভা। এই প্রকল্পকে বাস্তবায়িত করতে কতটা সচেষ্ট হচ্ছে কামারহাটি পৌরসভা। এখন এটাই দেখবার বিষয় ।
Be First to Comment