Press "Enter" to skip to content

আদিবাসী গ্রাম কুঠিপাড়া সেহালায় বিশ্ব পরিবেশ দিবস পালন করলো ‘সেঁজুতি’…..।

Spread the love

অশোক দে : শান্তিনিকেতন, ৬ জুন, ২০২২। ‘মরু বিজয়ের কেতন উড়াও’ মহান কবির এই ধ্রুব বাক্যটির কথা মনে রেখে কোপাই নদী থেকে একটু দূরে প্রত্যন্ত আদিবাসী গ্রাম কুঠিপাড়া সেহালায় গত ৫ জুন রবিবার বিশ্ব পরিবেশ দিবস পালন করলো ‘সেঁজুতি’; বৃক্ষরোপণের মাধ্যমে। সকাল থেকে টুডু, হাঁসদা, সোরেন মর্মুর এই গ্রামে ছোট-বড় ছেলে-মেয়েরা লোকনৃত্যর পাশাপাশি রবীন্দ্র-নজরুলমুখী অনুষ্ঠানে অংশ নেয়। বাউল গান পরিবেশন করেন সনৎ দাস। এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে ‘টেগোর পিস সার্কেল (বোলপুর),’ইউ আর আই এবং ‘বাংলা সংস্কৃতি বলয়’।আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা-পুরুষদের বস্ত্রদান এবং শিশুদের জন্য বই-খাতা,পেন্সিল, রাবার বিতরণের ব্যবস্থা করে সংস্থা।

ছিল মধ্যাহ্ন ভোজও। সমাবেশকে পূর্ণতা দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী, মধুমিতা মুখোপাধ্যায়, রমাকান্ত জানা(মন্টুদা), বিশ্বদেব চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ, প্রণতোস্মি নন্দী, প্রতাপ ঘোষ, অমলেশ দাশগুপ্ত, মানসী দাস, টিনা ঘোষাল প্রমুখ।

More from CultureMore posts in Culture »
More from ScienceMore posts in Science »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.