জ্যোৎস্না মন্ডল ::–
তোমার সুর আকাশে বাতাসে,
তোমার কথা বাঙালীর আশ্বাসে,
তোমার জন্ম ভরা জ্যৈষ্ঠ মাসে
তোমার লেখনী বাঁচে আমাদের বিশ্বাসে।
দুখু মিঞা তুমি রয়ে গেলে আপামর বাঙালীর প্রাণে……
নদীর জলে ভাটিয়ালী সুর মেশে,
হাসনুহানার গন্ধ বাতাসে যায় ভেসে,
তোমার লেখনীতে গ্রাম বাংলার চিত্র ভাসে,
বাঙালীর বুক গর্বে ভরে তোমায় পেয়ে পাশে।
বিদ্রোহী কবি তুমি রয়ে গেলে আপামর বাঙালীর মননে….
উড়ায় বাঙালী বিজয় কেতন এক নিঃশ্বাসে,
বাঙালীর মন আনমনা হয় তোমার সুরের স্পর্শে,
মক্কা মদিনার আজান ধ্বণি মন্দিরের শঙ্খধ্বণিতে মেশে,
তোমার অগ্নিবীণা আজো বাংলা ভালোবাসে।
নজরুল তুমি আজো রয়ে গেলে আপামর বাঙালীর চিন্তনে…..
Be First to Comment