Press "Enter" to skip to content

সেমিনারের বিযয় যখন অর্থনৈতিক সচেতনতার নানা দিক….।

Spread the love

সায়ন দেবনাথ : কলকাতা, ১০ মে ২০২২।
অর্থ উপার্জন এবং শেয়ার মার্কেট, বিষয় দুটি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কযুক্ত এবং বহু মানুষ এই বিষয় সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা পোষণ করেন সেটিকে ভুল পথ বা জুয়া ভেবে , বিশেষ কিছু মানুষ আছেন যারা এই বিষয়টিকে ভালোভাবে না বুঝেই অর্থ উপার্জনের জন্য ভুল কোম্পানির বা সংস্থার শেয়ার কিনে টাকা নষ্ট করে ফেলেন। তাছাড়া আজও বেশির ভাগ মানুষ কম দিনে বেশি টাকা পাবার আশায় ভুল জায়গায় তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে ফেলেন।

এই বিষয়গুলো মাথায় রেখে INVESMATE এগিয়ে এসেছে INVESMATE হলো India ‘s Premier E- Learning Platform For Financial Market in Bengali যার একমাত্র প্রচেষ্টা হচ্ছে বাঙালি দের মধ্যে সচেতনতা তৈরি করে কিভাবে সঠিকভাবে নিজের উপার্জিত অর্থ কেউ বাড়াতে পারে। এই বিষয় গুলিতে আলোকপাত করার জন্য সম্প্রতি এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। আলোচনার বিষয় গুলোর মধ্যে ছিল মধ্যবিত্ত মানুষের জন্য উচ্চ শ্রেণীর পোর্টফোলিও ডিজাইন- সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য সঠিক উপায়ে তার সঞ্চিত অর্থকে কোন কোন খাতে রাখলে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যাবে তা নির্ধারণ করা আজকের দিনে সব চেয়ে বড়ো চ্যালেঞ্জ। SIP, নাকি LIC এর ভালো কোন পলিসি, ব্যাংকে ডিপোজিট করা ঠিক নাকি স্টক মার্কেট এ ইনভেস্ট আলোচনা হল এই সব বিষয় নিয়ে।

এরপর আলোচনা হল ব্রেকফাস্ট scalping কৌশল, ফরেক্স ট্রেডিং এর ভবিষ্যৎ এবং তার সুযোগ সুবিধা, স্টক selection করার সহজ পদক্ষেপ : শেয়ার বাজারে কোনো শেয়ার কে longterm এর জন্য নিতে গেলে সেই কোম্পানি টি fundamentally কতটা strong ও তার শেয়ার এর দাম কত টা ঠিক দামে পাওয়া যাচ্ছে, তা জানার সহজ পদ্ধতি নিয়ে হলো বিশেষ আলোচনা।আলোচনায় অংশ নেন INVESMATE এর পক্ষে অরুণাভ চ্যাটার্জি ও আরো বিশিষ্ট ব্যক্তিরা।

More from FinanceMore posts in Finance »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.