গোপাল দেবনাথ : কলকাতা, ১৩ এপ্রিল ২০২২। করোনা অতিমারীর সময় যে সকল মানুষ বাইরে বেড়াতে যেতে পারেন নি তাদের জন্য অত্যন্ত সুখবর পেট্রোল ডিজেল গাড়ির ঝঞ্ঝাট ছাড়াই এই শহরেই স্বপরিবারে আরামের জায়গা হাজির। আর মাত্র দুদিন পরেই বাংলা ও বাঙালির বছরের প্রথমদিন বাংলা নববর্ষ। দু বছর অতিক্রান্ত হওয়ার পর এখন আর মহামারী সম্পর্কিত বিধিনিষেধ বর্তমান সময়ে বেশিরভাগটাই প্রত্যাহার করেছে সরকার। তাই আর সময় নষ্ট না করে চটপট নববর্ষের সপ্তাহান্তের আগাম পরিকল্পনা সেরে ফেলুন এবং ব্যাগ গুছিয়ে ফেলুন। আর তাও যদি না হয়ে থাকে তাহলে আপনাদের জন্য দারুণ সুযোগ নিয়ে হাজির ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এবং স্পা, এই কলকাতায়। এই প্রিমিয়াম রিসোর্টটি বাংলা নববর্ষের ছুটির দিনগুলি আকর্ষণীয় করে তুলতে বিশেষ বন্দোবস্ত করেছে।
ঐতিহ্যবাহী বাংলা সাজসজ্জায় সজ্জিত হয়ে ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এবং স্পা সম্পূর্ণ বাঙালি খাবারের হরেক পদ সাজিয়ে অতিথিদের আকৃষ্ট করতে প্রস্তুত। আগামী ১৫ই এপ্রিল ১লা বৈশাখের দিন থেকে ১৭ এপ্রিল মধ্যাহ্নভোজন এবং রাতের খাবারের স্বাদ নিতে আপনারা সপরিবার হাজির হতেই পারেন। আপনাদের রসনাকে তৃপ্ত করতে বিশেষভাবে তৈরি করা হচ্ছে কষা মংস, পমফ্রেট ঝাল, দই কাতলা, মুরগির ঝোল সহ একাধিক পদ। আবার গরম ফুলকো লুচি, ছোলার ডাল, ধোকার ডালনা, পোলাও, ছানার কালিয়া খেয়ে নিরামিষাশীরাও তারিফ করবেন। কিছু প্রিয় মিষ্টির মধ্যে রয়েছে রসগোল্লা, মিহিদানা এবং আরও অনেক কিছু। বিরিয়ানি প্রেমীদের জন্য শেফ কলকাতার বিরিয়ানি তৈরি করবেন। এই প্রসঙ্গে শুভদীপ বসু, জেনারেল ম্যানেজার ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এবং স্পা, কলকাতা, সাংবাদিকদের বলেন, “তৃতীয় তরঙ্গের বর্ধিত বিধিনিষেধের পরে, সাধারণ মানুষ বিশেষ উপায় অবলম্বন করছেন বেড়াতে এবং জীবনকে উদযাপন করতে৷ সেই কথা মাথায় রেখে বাংলা নববর্ষ শুক্রবারে পড়ার সঙ্গে সঙ্গে, আমরা আমাদের রিসোর্টে প্রশান্তিতে সাপ্তাহিক ছুটি কাটানোর ব্যবস্থা করেছি। প্রকৃতপক্ষে আমরা কলকাতার ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এবং স্পা-এ মহামারী চলাকালীন দু’বছর কোনো উৎসব উদযাপন করিনি। তাই এই বছর প্রকৃতির মাঝে নতুন বছরের উৎসবে মেতে ওঠার বিশেষ সুযোগ করে দিচ্ছি। দীর্ঘ সপ্তাহান্তে পরিবার এবং দম্পতিদের জন্য আনন্দদায়ক পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করার জন্য আমরা আকর্ষণীয় অফার রেখেছি। এবং অতিথিদের অভিজ্ঞতাকে মধুময় করে তুলতে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত!”
ইবিজায় বাংলা নববর্ষের ছুটিতে বিষয়ভিত্তিক সাজসজ্জা, বাউল গান এবং বৃক্ষরোপণ কর্মশালা, পাখি দেখা, সাঁতার কাটা, বোটিং, ব্যাডমিন্টন, বাস্কেট বল, ফুটবল এবং বাচ্চাদের অ্যাডভেঞ্চার গেমের মতো খেলাধুলার ব্যবস্থা থাকছে। বাসস্থান গুলিও অনন্য: ২জন প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বয়সী ২ জন শিশুর জন্য প্রতি রাতের জিএসটি সহ ৭৯৯৯/- টাকা খরচ হবে।
ইবিজা এছাড়াও অতিথিদের জন্য ডে আউটিং প্যাকেজের ব্যবস্থা করেছে যা অতিথিদের অ্যাডভেঞ্চার স্পোর্টসের অভিজ্ঞতা দেবে। সুস্বাদু বুফে লাঞ্চ এবং জলখাবার সহ সাঁতার কাটা, অতিথিরা বিষয়ভিত্তিক সাজসজ্জা এবং অন্যান্য পারিবারিক কার্যকলাপ যেমন সিনেমা দেখা বৃক্ষরোপণ কর্মশালা এবং বাচ্চাদের জন্য অনেক ক্রিয়াকলাপ সহ বাংলার প্রকৃতিকে উপভোগ করার সুযোগ পাবেন। একটি পরিবার জনপ্রতি জিএসটি সহ মাত্র ২৪৯৯/- টাকায় এক দিনের ভ্রমণ উপভোগ করতে পারেন।
বাংলা নববর্ষের একগুছ অফার সহ সপ্তাহান্তের আনন্দ উপভোগ করতে চলে যেতে পারেন শহর কলকাতার ইবিজা ফার্ন রিসোর্ট এবং স্পা-এ…..।

More from EntertainmentMore posts in Entertainment »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
More from FoodMore posts in Food »
- Fort Fit Foods Launches Super Rice and Fortified Atta to Combat Malnutrition in West Bengal….
- Sobisco Fresh Debuts in Kolkata, Marking Entry into Urban Retail Bakery Segment….
- Makaibari Bungalow and Abraham & Thakore Weave a New Chapter in Kolkata….
- Revealing a Poila Boishakh menu where the spirit of Kolkata meets with the vibrant tastes of Africa!….
- Sunrise Spices Celebrated Poila Baisakh with ‘Swadkahon’ in collaboration with Hoichoi….
- Celebrating Heritage on a Plate: Ibis Kolkata launches Festive Bengali Thali for Poila Baisakh….
More from TravelMore posts in Travel »
- ভারতের শেষ প্রান্ত ধনুশকোটি….।
- Murshidabad Heritage Festival 2025: A Celebration of Culture, History, and Splendor….
- Experience blissful Durga Puja holidays at the serene ambience of Ibiza The Fern Resort & Spa, Kolkata….
- এবার আজারবাইজানে পর্বতাভিযান….।
- পৃথিবীর যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি মাটির আগ্নেয়গিরির জন্য আজারবাইজান পরিচিত। বিশ্বের ৭০০টি মাটির আগ্নেয়গিরির মধ্যে ৩৫০টি আজারবাইজান প্রজাতন্ত্রে অবস্থিত….।
- Launch of Bangladesh Visa Application Centres in Guwahati, Silchar, and Bongaigaon…..
Be First to Comment