Press "Enter" to skip to content

ন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল ২০২২…।

Spread the love

অশোক দে : কলকাতা, ৮ এপ্রিল ২০২২। পূর্বশ্রী অডিটোরিয়াম ও ন্যাশনাল মাইম ইনস্টিটিউট -এর নিজস্ব কক্ষে ইন্ডিয়ান মাইম থিয়েটার -এর উদ্যোগে হয়ে গেল ন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল ২০২২। আয়োজক সংস্থাকে সহায়তা করেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ও থিয়েটার কাফে। দেশের বিভিন্ন প্রদেশ (কেরল, মিজোরাম, দিল্লি, রাজস্থান, গোয়া, বিহার, উড়িষ্যা) এবং জেলা (জলপাইগুড়ি, কোচবিহার, হুগলি, উঃ ২৪পরগণা ও কলকাতা) থেকে আমন্ত্রিত মূকাভিনয় সংস্থার সদস্যরা প্রতিদিন ওয়ার্কশপে যোগ দেওয়ার পাশাপাশি মাইম প্রদর্শনও করেছেন।

প্রদর্শিত অভিনয়ে অংশ নিয়েছেন ইন্ডিয়ান মাইম থিয়েটার/সল্টলেক (নিরুগোঁসাই-এর পালা), প্রতিভা সাংস্কৃতিক সংস্থান/দিল্লি(অভিজ্ঞান শকুন্তলম্), দি মাইমারস/কেরল( দি ম্যান উইদাউট ওম্যান), পরশ সোশাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন/ঠাকুর নগর (ব্যালোন অ্যান্ড ডেন্টিস্ট), সৃষ্টি মাইম থিয়েটার/ জলপাইগুড়ি (গোয়েন্দা নিরুগোঁসাই), কেএজি কলেজ অফ থিয়েটার/ গোয়া (ইনসাইড আউট), অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্ট/আসানসোল (সুখের ছবি), কোচবিহার ছায়ানীড়/ কোচবিহার (কম্বল), দো কদম সোসাইটি/ রাজস্থান (হ্যান্ডস), দ্য ক্যাচ/উড়িষ্যা( এ মার্ডার), আকৃতি রঙ সংস্থান/বিহার (সোনার গ্রামের মেয়ে), ইমন মাইম সেন্টার/মসলন্দপুর (দেখা), কাংলেই মাইম থিয়েটার রেপার্টরি/ মনিপুর (ইলোপ), ওয়ান ওয়ে/ মিজোরাম (নতুন জীবন), উজ্জীবন দ্য থিয়েটার সোসাইটি/ জলপাইগুড়ি (লাইফ ইন সার্কেল),

কলা অ্যাকাডেমি কলেজ অফ থিয়েটার আর্টস, গোয়া (ইনসাইড আউট), প্রিয়াঙ্কা মন্ডল,শমিতা চক্রবর্তী (প্রতীক্ষা),সৌরভ পাল-(মানুষ ও তার কুকুর), সুবীর মিস্ত্রি (রহস্যময় বাড়ি),সঞ্জিত দাস (উড়ন্ত ঘুড়ি)-র মতো মাইম প্রতিষ্ঠানের কুশীলবরা।

প্রযোজিত সমস্ত নাটকগুলো লিখেছেন এবং রূপায়িত করেছেন প্রখ্যাত মূকাভিনেতা পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী। সবমিলিয়ে জমজমাট মাইম ফেস্টিভ্যাল।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from Theater/DramaMore posts in Theater/Drama »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.