গোপাল দেবনাথ: পশ্চিম মেদিনীপুর,২৫শে জানুয়ারি ২০২০ পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে মেদিনীপুর টাউন হেরিটেজ স্কুল (উ.মা.)-এ মহাসমারোহে উদ্যাপিত হলো ১২৩তম নেতাজী জন্মবার্ষিকী। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয়া শ্রীমতী অনন্যা মজুমদার ও জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয়া শ্রীমতী মামণি মান্ডি-র উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় শিক্ষক, ড. বিবেকানন্দ চক্রবর্তী। সম্মানীয়া অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার পরে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও নেতাজীর সাজে সজ্জিত ছাত্র প্রীতম দলুই-কে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। পুষ্পস্তবক-উত্তরীয়-মানপত্র সহযোগে দুই পদস্থ সম্মানিত অতিথি মহোদয়াকে সংবর্ধনা জ্ঞাপনের পর চারাগাছে জলসিঞ্চন ও শুভপ্রদীপ প্রজ্জ্বলিত হয়। ছাত্রদের উদ্দেশ্যে নেতাজীর জীবন ও আজকের দিনটির তাৎপর্য সম্পর্কে সহজবোধ্য সুললিত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান ড. বিবেকানন্দ চক্রবর্তী মহাশয়। ছোট ছোট গল্প কথায় সাবলীল বাচনভঙ্গীতে নেতাজীর জীবনের নানা জানা-অজানা ঘটনা ছাত্রদের অবহিত করেন তিনি। নেতাজীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়ার কর্মাধ্যক্ষ মামণি মান্ডি। এরপরে বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের পরিবেশনায় নেতাজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। পরিবেশিত হয় গীতি আলেখ্য ‘প্রিয় নেতাজী’। ভাষ্যে-গানে-আবৃত্তিতে আজকের দিনের উপযোগী পরিবেশ রচনা করেন শিক্ষিকা মন্দিরা খান্ডা, অনামিকা তেওয়ারী, অরুণিমা নন্দী, মিঠু পাহাড়ী, পৃথা কুন্ডু ও ছাত্র অনুভব সাহু, প্রীতম মাইতি, সোমঋক প্রামাণিক, অহীন মোদক ও অয়ন সিনহা। এছাড়াও নেতাজীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ছোট ছোট বক্তব্যে প্রকাশ করে ছাত্র প্রবুদ্ধ ভৌমিক, দেবাশীষ বিষই, সন্তোষ চক্রবর্তী ও শিক্ষিকা মালতী সাউ। সমগ্র অনুষ্ঠানটির অনিন্দ্যসুন্দর সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা অনন্যা পাণ্ডে। কি-বোর্ডের ঝঙ্কারে সারাদিনের অনুষ্ঠানের আবহ রচনা করেন শিক্ষক পার্থসারথী পাণ্ডা। সবশেষে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।
মেদিনীপুর টাউন স্কুলে ১২৩তম নেতাজী জন্মজয়ন্তী উদযাপিত হল
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment