Press "Enter" to skip to content

৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস…..।

Spread the love

অস্কার ২০২২ : পুরস্কার জিতলেন যারা

বাবলু ভট্টাচার্য : তামাম দুনিয়ার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন তারকারা।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালকের দায়িত্বে ছিলেন তিন জন নারী।

হলিউডে ২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।

মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ভ্যানেসা হাজেন্স, অভিনেতা টেরেন্স জে এবং ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।

৯৪তম অস্কারের বিজয়ী তালিকাঃ

সেরা চলচ্চিত্রঃ
কোডা

সেরা অভিনেতাঃ
উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রীঃ
জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)

সেরা পার্শ্ব-অভিনেতাঃ
ট্রয় কটসার (কোডা)

সেরা পার্শ্ব-অভিনেত্রীঃ
আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালকঃ
জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা মৌলিক চিত্রনাট্যঃ
বেলফাস্ট (কেনেথ ব্রানা)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যঃ
কোডা (শন হেডার)

সেরা চিত্রগ্রহণঃ
ডুন (গ্রেগ ফ্রেজার)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রঃ
ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রঃ
এনক্যান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)

সেরা প্রামাণ্যচিত্রঃ
সামার অব সৌল (…অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড)

সেরা পোশাক পরিকল্পনাঃ
ক্রুয়েলা (জেনি বেভান)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টসঃ
ডুন (পল ল্যাম্বার্ট, ট্রিস্টান মাইলস, ব্রায়ান কনোর, জার্ড নেফজার)

সেরা মৌলিক গানঃ
নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, ছবি: নো টাইম টু ডাই)

সেরা মৌলিক আবহ সংগীতঃ
ডুন (হ্যান্স জিমার)

সেরা শিল্প নির্দেশনাঃ
ডুন (প্যাট্রিস ভেরমেট, সুজানা সিপোস)

সেরা শব্দঃ
ডুন (ম্যাক রুথ, মার্ক ম্যাঞ্জিনি, থিও গ্রিন, ডাগ হেম্ফিল, রন বার্টলেট)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জাঃ
দ্য আইস অব টেমি ফেই (লিন্ডা ডাউডস, স্টেফানি ইনগ্রাম, জাস্টিন র্যালে)

সেরা চলচ্চিত্র সম্পাদনাঃ
ডুন (জো ওয়াকার)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রঃ
দ্য লং গুডবাই (আনেল কারিয়া, রিজ আহমেদ)

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রঃ
দ্য কুইন অব বাস্কেটবল (বেন প্রাউডফুট)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবিঃ
দ্য উইন্ডশিল্ড ওয়াইপার (আলবার্তো মিয়েলগো, লিও সানচেজ)

সম্মানসূচক অস্কারঃ
আমেরিকান অভিনেতাঃ স্যামুয়েল এল. জ্যাকসন
অভিনেত্রী-নির্মাতাঃ এলায়েন মে
নরওয়ের অভিনেত্রী-নির্মাতাঃ লিভ আলম্যান

জিন হার্শোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড
আমেরিকান অভিনেতা ড্যানি গ্লোভার

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.