গোপাল দেবনাথ: কলকাতা, ২১শে জানুয়ারি ২০২০ বিধান শিশু উদ্যানে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী মহাকাশবিজ্ঞান বিষয়ে প্রদর্শনী। এই প্রদর্শনীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্পেস এপ্লিকেশন সেন্টার আহমেদাবাদ বিক্রম সারাভাই স্পেস এগজিবিশন ও ইসরো। আগামীকাল ২২ জানুয়ারি সকাল ১১ টায় এই প্রদর্শনী এবং প্রতিযোগিতার উদ্বোধন করবেন ইসরোর সিনিয়র এডভাইজার ড.তপন মিশ্র। উপস্থিত থাকবেন ড.চন্দন কুমার পাল, ড. শৈবাল রায় সহ শিক্ষাজগতের বিশিষ্ট মানুষজন। ইসরোর বিঞ্জানীরা বুঝিয়ে দিচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবকদের বিভিন্ন স্যাটেলাইট ইত্যাদির কার্যকারিতা সম্বন্ধে। আগামীকাল থেকে তারা দর্শনার্থীদের সেসব বিষয় সহজভাবে বুঝিয়ে বলবে। একই সঙ্গে চলছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের নানা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য উপহারের ডালি সাজানোর কাজ। এই উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার জানালেন আশা করছি আগের বছর গুলিতে যেমন দর্শনার্থীদের বিপুল সমাগম হয়েছিল এই বছর এই বছর সেই সংখ্যা ছাপিয়ে যাবে।
আগামীকাল থেকে ইসরোর সহযোগিতায় তিনদিনের মহাকাশ বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী বিধান শিশু উদ্যানে শুরু হতে চলেছে….
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment