Press "Enter" to skip to content

শেষ মুহূর্তের প্রস্তুতি ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার…..।

Last updated on February 28, 2022

Spread the love

শতভিষা দত্ত, কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ, ২০২২। রাত পোহালেই কলকাতা পুস্তকমেলা। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বইমেলার স্টলে নানা রঙের প্রলেপ পড়ছে। রঙ তুলি হাতে ছোটাছুটি শিল্পীদের। একের পর এক ডাক পড়ছে তাদের। এদিকে, প্রকাশকরাও তাদের পসরার সম্ভার নিয়ে হাজির। হাতুড়ির আওয়াজ চারিদিকে।

বিধাননগরের সেন্ট্রাল পার্কে মেলা মাঠে সরব সকলেই। সমস্ত শিল্পীদের দম ফেলার ফুরসত নেই। জোরকদমে চলছে সেই কর্মযঞ্জ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার সূচনা করবেন। অভিনব বাংলাদেশের বুক স্টল। ফোকাস কান্ট্রি।

চলছে কাজ। করুণাময়ীতে মেলা প্রাঙ্গণে ঢুকতেই নজরে আসে ‘লক্ষীর ভান্ডার ‘- আদলে মন্ডপের সাজ। কোভিড প্রোটোকল মেনেই হবে বইমেলা। প্রকাশক থেকে মেলা মাঠে যোগদানকারীরা খুশি। শিশু সাহিত্য সংসদের তরফে আশিস বসু, রানাঘাটের রং শিল্পী সমরেশ রায় আনন্দিত। প্রায় দু বছর বন্ধ থাকার পর মেলা বসেছে। দুই হাতে কাজ পেয়েছেন ডেকরেটর শিল্পীরাও। গিল্ড সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, এই মেলা চ্যালেঞ্জের। বিপুল উৎসাহ ও উদ্দীপনা ধরা পড়েছে সর্বস্তরে।

দর্শক সাধারণের কাছে পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের আবেদন – মেনে চলুন গাইড লাইন। প্রেস কর্ণার ও স্বাগত জানাতে তৈরি। পুলিশ ও প্রশাসন সজাগ। হাজির দমকল।

More from BooksMore posts in Books »
More from InternationalMore posts in International »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.