তৃষা দেবনাথ : কলকাতা, ১৫ ফেব্রুয়ারি, ২০২২। অনুষ্ঠিত হয়ে গেল তরুন তীর্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রক্তদান শিবির। যার নাম দেওয়া হয়েছিল রক্তপাত নয় রক্তদান এটাই হবে জীবনের উৎসব। এই রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এবং উত্তর কলকাতা ক্লাব সমন্বয় কমিটি।
এই বিশাল রক্তদান শিবির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৫৭/১ কেশব চন্দ্র সেন স্ট্রীটে। এদিনের রক্তদান শিবির এর পাশাপাশি সামাজিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত বাংলা ব্যান্ড তন্ময় কর এন্ড ফ্রেন্ডস গ্রুপ। এই রক্তদান শিবিরে মোট ৬০জন পুরুষ এবং ৩০জন মহিলা রক্ত দান করেন।
এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, অভিনেত্রী ইন্দ্রানী হালদার, তৃণমূল নেতা অশোক দেব, পুরপিতা শান্তি রঞ্জন কুন্ডু, বিধায়ক দেবাশীষ কুমার, এলোরা সাহা, কৃষ্ণ প্রতাপ সিং, প্রবন্ধ রায়, প্রদীপ চৌধুরী, সঞ্জীব আচার্য এবং গোপাল সাহা।।
Be First to Comment