পারিজাত মোল্লা, মঙ্গলকোট, ৪ ফেব্রুয়ারি, ২০২২। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রেলশহর গুসকারায় চললো সাহিত্য মজলিস। ‘লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা হেথা তুকে মানাইচ্ছে নারে’ গানের কবি অরুণ চক্রবর্তী কে গুসকরার সংবাদ পাক্ষিক ‘কামদুঘা’ পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে “মানীশ্রী সাধক কবি কমলাকান্ত ” সম্মান দেওয়া হয়। পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে অন্যান্য কবিদেরে মাঝে এই সম্মান তুলে দেন। শুক্রবার সকাল থেকে নিম্নচাপের বৃষ্টির মাঝেই গুসকরা রটন্তী মেলা গুসকরা উৎসবে কামদুঘা পত্রিকা আয়োজিত পরিচালিত সাহিত্য সভা অনুষ্ঠিত হয়ে গেল। আজ সকাল থেকে বিকেল গড়িয়ে গেল অনুষ্ঠানটি শেষ হতে।কলকাতা, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, দুই বর্ধমান, হাওড়া, হুগলি থেকে কবি সাহিত্যিকগন যোগ দেন এই সাহিত্য মজলিসে। পার্শ্ববর্তী এলাকা থেকে ৬৭ জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। শিব শঙ্কর বক্সী, কল্পনা রায়, তারা সরকার, রীতা সাউ, সুফি রফিকুল ইসলাম, শেখ হাসানুর জামান, এহসান সনম , ডাক্তার সদরুল আলম, শেখ হাফিজুর রহমান , মৈত্রেয়ী ব্যানার্জি, সুজাতা বক্সী, দুলার শূর, শিজনি বসু, শিখা বসু, হেমন্ত ভট্টাচার্য, সহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। প্রত্যেকে স্মারক মানপত্র ও গোল্ডেন মেডেল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে সকলে আসতে না পারার জন্য আগামী দু-তিন মাসের মধ্যেই পুনরায় কামদুঘা পত্রিকা আবার অনুষ্ঠান করবে বলে জানান ও সকলকে আগামী অনুষ্ঠানে আসার আহ্বান জানান কামদুঘা পত্রিকার সম্পাদক মিস্টার বন্দ্যোপাধ্যায় । তিনি এই বৃষ্টির মধ্যেই এসেছিলেন তাদের পত্রিকার পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
গুসকারায় সাহিত্য মজলিস…।
More from CultureMore posts in Culture »
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- শিল্প ও সংস্কৃতির উদযাপনে নতুন অধ্যায়ে কখুবি: লোগো, ওয়েবসাইট, থিম সং ও ভারতীয় পুতুলনাট্যের ই-বুক উন্মোচন….।
- কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।
More from SocialMore posts in Social »
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস সি,এস টি এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- দেশ বিদেশের ভক্তদের নিয়ে মহাসমারোহে পরমহংস যোগানন্দের ১৩৩ তম জন্মবার্ষিকী উদযাপন….।
- ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও শান্তি যজ্ঞ….।
- Acropolis Mall Celebrates Yuletide with Art, Learning & Green Awareness….











Be First to Comment