গোপাল দেবনাথ: কলকাতা,১৭ই জানুয়ারি ২০২০ আমাদের দেশে অন্যান্য শ্রেণীর মানুষের চেয়ে উপজাতিরা একটু পিছিয়ে আছে এটা কেন্দ্র এবং রাজ্য সরকার খুব ভালো করেই জানে। এই পিছিয়ে পড়া উপজাতিকে কিভাবে উন্নততর জীবন দেওয়া যায়, সেই লক্ষেই এই দেশ ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সারা ভারতবর্ষ জুড়ে ১২ বছর ধরে এই উপজাতিও যুব এক্সচেঞ্জ শুরু হয়েছে। নেহরু যুব কেন্দ্র সংগঠন পশ্চিমবঙ্গ শাখা আয়োজিত দ্বাদশ উপজাতিও যুব এক্সচেঞ্জ সাত দিনের কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই মাসের ১৪ তারিখ শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২০ জানুয়ারি পর্য্যন্ত। আজ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে সে কথা জানালেন নেহরু যুব কেন্দ্র সংগঠনের এই রাজ্যের ডিরেক্টর নবীন কুমার নায়ক। প্রতি বছর সারাদেশ থেকে প্রায় ২০০০জন উপজাতিও যুবক ও যুবতীদের বাছাই করে নেওয়া হয় এবং সেখান থেকে ২০০জন কে এই রাজ্যের সাত দিনের কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। এই বাছাই করা যুবক ও যুবতীদের এক বছর ধরে নানা ধরণের প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের স্বশাসিত সংস্থা নেহরু যুব কেন্দ্র সংগঠন যুব উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় এই যুব-বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিচ্ছে ওড়িশা, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের যুবক ও যুবতীরা। কর্মসূচির প্রধান বিষয়বস্তু হ’ল যুব সংসদ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান জেনারেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানবাধিকার, স্বামীজির চিন্তাভাবনা, মাঠ দর্শন, অনুপ্রেরণামূলক আলোচনা, সরকারি পতাকা কর্মসূচি, নেতৃত্বের ব্যক্তিত্ব বিকাশ ছাড়াও আরও অনেক কিছু অংশ গ্রহণকারীদের শেখানো হয়।ইতিমধ্যেই উপজাতিয় যুবক-যুবতীদের দেখানো হয়েছে কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান যেমন – বিড়লা তারামন্ডল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিবেকানন্দের বাড়ি, বিবেক মেলা। এই শহরের অনেক কিছুর সাথে যেমন পরিচিত হবে ঠিক তেমনই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে পরিচয় করানো হবে। এই সব যুবক ও যুবতীদের সামাজিক জীবনে উন্নতি ঘটানো এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে যথাযথ সাহায্য করা হবে। এই সাত দিনের কর্মসূচি রূপায়ণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক সহযোগিতার কথা বারংবার স্মরণ করেন। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের উপিস্থিত ছিলেন নেহরু যুবকেন্দ্র সংগঠনের ডেপুটি ডিরেক্টর জবা চক্রবর্তী এবং ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর দেব কুমার চ্যাটার্জী।
নেহেরু যুব কেন্দ্র সংগঠন পশ্চিমবঙ্গ শাখা আয়োজিত দ্বাদশ উপজাতিয় যুব এক্সচেঞ্জ কলকাতায়
More from GeneralMore posts in General »
- জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট….।
- হিন্দুমহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ….।
- বিধাননগরের বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইস্পাত….।
- ষষ্ঠবর্ষের শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির অসাধারণ নৃত্যানুষ্ঠান….।
- Dr. Suresh Kumar Agarwal honoured with ‘International Meditation Teacher Award’ by LIONS MAGNATES….
- অ্যাডভোকেট মিতা ব্যানার্জির অসাধারণ সামাজিক কাজ…।
Be First to Comment