করোনা পূজা / মতিলাল পটুয়া
করোনা পূজা হোক জাত পাত নির্বিশেষে
করোনা পূজা হোক ধর্ম অধর্মের ঊর্ধ্বে এসে
করোনা পূজা হোক সকলকে ভালোবেসে
করোনা পূজা হোক সবখানে আশেপাশে
করোনা পূজা হোক সাম্যের গানে গানে
করোনা পূজা হোক পাখিদের কলতানে
করোনা পূজা হোক ভেদাভেদ মুছে ফেলে
করোনা পূজা হোক শত্রু মিত্র দূরে ঠেলে
করোনা পূজা হোক পাড়ায় পাড়ায় প্রতি ঘরে
করোনা পূজা হোক মন প্রাণ উজাড় করে
করোনা পূজা হোক শিশুদের হৈ চৈ চিৎকারে
করোনা পূজা হোক নীরবে নিভৃতে চুপিসারে
করোনা পূজা হোক করোনায় মজে গিয়ে
করোনা পূজা হোক করোনার কৃপা নিয়ে
এখন জমিজমা টাকাকড়ি ধনদৌলত নয়
সকলকে ভালোবেসে করোনা করো জয়
এভাবে করোনা যাবে চলে দেশ হবে নির্মূল
ঊর্ধ্ব গগনে উড়বে করোনা জয়ের ত্রিশূল ।
Be First to Comment