কৃষ্ণা ঘোষ ::—
একদিন সব ছেড়ে চলে যেতে হবে
এই হাসি খুনসুটি ভোগবিলাস
এমনকি সুখ-দুঃখের তরজা
বোবা প্রহরীর মতো এই বাড়ি
হয়তো জানান দেবে এখানে কেউ ছিল তারপর সেও একদিন ইটের পাঁজর
খসিয়ে চলে যাবে
লোকচক্ষুর অন্তরালে
মানুষ খুঁজে বার করে মানুষের গৌরব সম্পর্ক শুধু এক আনন্দের উৎস
সংসারের প্রতি ভালোবাসা এক হীরে বসানো আংটি।
Be First to Comment